গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল যুবকের
নওগাঁর মহাদেবপুরে তাল গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। শুক্রবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মহাদেবপুর-ছাতড়া সড়কের চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব ইট ভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ পাহান (২৪) নিয়ামতপুর উপজেলার পুঙ্গী আদিবাসী পাড়ার যোগেশ পাহানের ছেলে। আহত যুবকের নাম শ্রী সিতেশ (২৭)। তিনিও নিয়ামতপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, পলাশ ও সিতেশ সম্পর্কে চাচাতো ভাই। তাঁরা মহাদেবপুর উপজেলার চান্দাশ এলাকায় আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। আজ বেলা সাড়ে ১২টার দিকে তারা একসঙ্গে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। মহাদেবপুর-ছাতড়া সড়কের বাগডোব ইটভাটা এলাকায় তারা পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে তাল গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।
এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পলাশ পাহানের মৃত্যু হয় এবং তার চাচাতো ভাই শ্রী সিতেশ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত সিতেশকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত পলাশের মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মহাদেবপুর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, তাঁরা দুজনেই আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পথে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে পলাশ পাহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর ঘটনাস্থল গিয়ে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত যুবক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এসআই আব্দুল খালেক বলেন, আইনানুগ পক্রিয়া শেষে নিহত যুবকের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসআইএইচ