শেবাচিমে করোনা রোগীর সংখ্যা শূন্যতে নামল
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা শূন্যতে নেমেছে। তবে পিসিআর ল্যাবে সর্বশেষ নমুনা পরীক্ষায় ২.৩২ ভাগ করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (পহেলা এপ্রিল) সকালে হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চত করেছে।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ মার্চ) শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন করোনা পজেটিভ একজন রোগী। গত ২৪ ঘণ্টায় ওই রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই সময়ে নতুন কোনও রোগী হাসপাতালে ভর্তি হয়নি।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে বৃহস্পতিবার রাতে ৪৩ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২.৩২ ভাগ।
এ নিয়ে ২০২০ সালের ১৭ মার্চের পর থেকে শেবাচিমের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৬৭২ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন ১ হাজার ৪ হাজার ৭৫ জন রোগীর মৃত্যু হয়েছে।
এসআইএইচ