ইউএনও'র নম্বর ক্লোন করে ঘুষ দাবি!
বরগুনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইল ফোন নম্বর ক্লোন করে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলায়।
শুক্রবার (০১ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম আবদুল্লাহ বিন রশিদ।
তিনি জানান, বৃহস্পতিবার তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর ক্লোন করে আমতলীর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের বিভিন্ন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ দাবি করেছে একটি প্রতারক চক্র। ওই প্রতারক চক্র একটি মোবাইল নম্বর সরবরাহ করে বিকাশের মাধ্যমে টাকা প্রেরণের জন্য বলে। পরে ইউপি চেয়ারম্যানরা ইউএনও'র সরকারি নম্বরে যোগাযোগ করে জানতে পারেন এটি প্রতারক চক্রের কাজ।
আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বলেন, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ফোন করে টিআর, কাবিখার কাজ পাইয়ে দেওয়ার কথা বলে আমার নিকট ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তাৎক্ষনিক ইউএনও'র সরকারি নম্বরে যোগাযোগ করে জানতে পারি এটি প্রতারক চক্রের কাজ।
কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার বলেন, প্রতারক চক্র ইউএনও'র পরিচয় দিয়ে আমার নিকট ৩০ হাজার টাকা ঘুষ দাবি করে। এভাবে আরো কয়েকজন চেয়ারম্যানের নিকট প্রকল্প দেওয়ার নামে ঘুষ দাবি করেছে।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রনজিৎ কুমার সরকার জানান, ইউএনও মৌখিকভাবে আমাদের বিষয়টি জানিয়েছে। বিষয়টি আমরা আমলে নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছি।
এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একে এম আবদুল্লাহ বিন রশিদ বলেন, আমার ব্যক্তিগত মোবাইল নম্বর ক্লোন করে টাকা চাওয়ার বিষয়টি চেয়ারম্যানরা আমাকে জানান। সাথে সাথে আমি থানায় অবহিত করি। এটি প্রতারক চক্রের কাজ। তাই সবাইকে সতর্ক করে দিয়েছি। কাউকে কোনও টাকা-পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দিয়েছি।
এসআইএইচ