শৌচাগার ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার
নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসার শৌচাগারের ট্যাংক থেকে আব্দুর রহমান (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবরামপুর হাফেজিয়া ও কওমি মাদ্রাসার শৌচাগারের ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত আব্দুর রহমান উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন মোল্লাপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নিহত শিশু আব্দুর রহমান তার বাবার সঙ্গে শিবরামপুর মোড়ে চা পান করতে যায়। চা পানের পর রহিদুল ইসলাম ছেলেকে বাইরে রেখে মাগরিবের নামাজ আদায় করতে শিবরামপুর হাফেজিয়া ও কওমি মাদ্রাসার মসজিদের ভেতরে যান। নামাজ আদায় শেষে বাইরে এসে তার সন্তানকে আর দেখতে পাননি। তাৎক্ষণিক মাদ্রাসার চার পাশে ও মোড়ের সব জায়গায় খোঁজাখুঁজি করে শিশুটিকে পাওয়া যায়নি। পরে এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে মাদ্রাসার শৌচাগারের ট্যাংকের পাশে তার জুতা দেখতে পান। সন্দেহ হওয়ায় শৌচাগারের ট্যাংকের ভেতর খুঁজে মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এসে যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এসএন