পশ্চিমাঞ্চল রেলেযুক্ত হলো অত্যাধুনিক ইঞ্জিন লোকোমোটিভ
বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলেযুক্ত হলো অত্যাধুনিক নতুন ইঞ্জিন লোকোমোটিভ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ঈশ্বরদী থেকে ইঞ্জিনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। ইঞ্জিনটি চালিয়ে নিয়ে আসেন লোকো মাস্টার তৌহিদুল ইসলাম।
রেলওয়ে সূত্রে জানা যায়, দুপুর আড়াইটায় নতুন ইঞ্জিন সংযোজিত কপোতাক্ষ ট্রেন রাজশাহী থেকে খুলনার উদ্দেশে যাত্রা করে। নতুন ইঞ্জিন থেকে যাত্রীদের সেলফি তুলতে দেখা যায়।
আমেরিকান প্রযুক্তিতে তৈরি ৩ হাজার ৩০০ হর্স পাওয়ারের ইঞ্জিনটির চালক কক্ষে এসি সংযুক্ত রয়েছে। ইঞ্জিনটির সামনে ও পেছনে রয়েছে সিসি ক্যামেরা ও উন্নতমানের এলইডি লাইট। গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
উল্লেখ্য, বাংলাদেশ রেলে সংযুক্ত নতুন ১৬টি ইঞ্জিনের সবগুলোই ব্রডগেজ লাইনের জন্য। ব্রডগেজ ও মিটারগেজ লাইনের জন্য পর্যায়ক্রমে মোট ৪০টি ইঞ্জিন সংযুক্ত হবে বলে জানা গেছে।
এসএন