নওগাঁয় শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিজ্ঞান মেলা শুরু
৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উপলক্ষে নওগাঁয় সাত দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বুধবার (৩০ মার্চ) বেলা ১২টায় পুরাতন কালেক্টরেট চত্বরে প্রধান অতিথি হিসেবে ফেষ্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
বিজ্ঞান মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে দীর্ঘদিন ধরে আমাদের সব ধরনের সহশিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। বুধবার আমরা এ মেলায় অংশ নিতে পেরে খুবই আনন্দিত। মেলার মাধ্যমে আমরা নতুন নতুন অনেক বিষয় জানছি। প্রতি বছরই যেন এ ধরনের আয়োজন অব্যাহত থাকে।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শিহাব রায়হান, জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি নির্মল কৃষ্ণ সাহা সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম সামদানীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রায় অর্ধশত স্টল রয়েছে।
এসআইএইচ