যেকোনো মূল্যে মাদক নির্মূল করা হবে: মহাপরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর মণ্ডল বলেছেন, যেকোনো মূল্যে দেশ থেকে মাদক নির্মূল করা হবে।
বুধবার (৩০ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে মাদকবিরোধী এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সমাজ থেকে মাদকদ্রব্য নির্মূল করা না গেলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা ব্যাহত হবে। তাই আমাদের সকলকে সচেতনতার সাথে পরিবার, সমাজ, তথা দেশ থেকে মাদক নির্মূল করতে হবে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক আসলাম হোসেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোখলেছুর রহমান, মহিমাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম বকুল, মহিলা কলেজের অধ্যক্ষ মুনছুরুর রহমান।
অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা-পরিচালক আব্দুস সবুর মণ্ডল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের মাদকের কুফল এবং সমাজকে মাদকমুক্ত রাখার বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপর তিনি সমাজকে মাদকমুক্ত রাখতে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান।
এমএসপি