বরিশাল জেনারেল হাসপাতালে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী
বরিশালে দিন দিন ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় ডায়রিয়া আক্রান্তের হার আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এ জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
বুধবার (৩০ মার্চ) দুপুরে বরিশাল জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছে ১১ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দু’জন। এর মধ্যে মঙ্গলবার (২৯ মার্চ) বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৮ জন রোগী। এখন হাসপাতালে মোট ভর্তি অবস্থায় আছেন ২০ জন রোগী।
তবে বরিশালে এক সপ্তাহ থেকে ডায়রিয়ায় আক্রান্তের হার বাড়তে শুরু করে। এক সপ্তাহ আগে ২৪ ঘণ্টায় প্রায় ১০০ জন ডায়রিয়ায় আক্রান্তের পরিসংখ্যান রয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ে।
বরিশাল জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় চিকিৎসাধীন রোগী মো. মজিবর খা জানান, তিনি গত (২৯ মার্চ) ঢাকা থেকে বাড়ি ফেরার পথে প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়ি ফিরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। সেখানে ভালো চিকিৎসা না পাওয়ায় বরিশাল জেনারেল হাসপাতলে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বরিশাল জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার শর্মিষ্ঠা ঢাকাপ্রকাশ-কে বলেন, প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। আজ এ পর্যন্ত ১১ জনকে ভর্তি করিয়েছি। তার মধ্যে আগের ভর্তি হওয়া দু’জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তবে সাম্প্রতিক তাপমাত্রা বেড়েছে। এ কারণে দূষণ এবং জীবাণু ছড়িয়ে পড়ছে। ওইসব জীবাণু সুপেয় পানি এবং খাবারের সাথে মিশে পেটে গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এ জন্য সবাইকে সচেতন হতে হবে।
এমএসপি