নেত্রকোনায় আন্দোলনের মুখে অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত
নেত্রকোনার বারহাট্টা সিকেপি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সহকারী শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
এর আগে সকালে শিক্ষার্থীরা সহকারী শিক্ষকের বিরুদ্ধে অসহনীয় ও অশালীন আচরণের অভিযোগে বিক্ষোভ মিছিল করে। এসময় ওই শিক্ষককে বরখাস্ত ও শাস্তির দাবি জানায় তারা।
এক পর্যায়ে শিক্ষার্থীরা শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গিয়ে পরিস্থিতি শান্ত করার পাশাপাশি অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।
সিকেপি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রউফ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়।
তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম আলোচনা করে এ সিদ্ধান্ত নেন। অভিযোগ তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
টিটি/