চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো আম সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে প্রথমবারের মতো চলছে আম সম্মেলন। দুদিনব্যাপী চলবে এ সম্মেলন।
মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
আয়োজকরা জানান, আমচাষ, সমস্যা, সম্ভাবনা, নতুন উদ্যোগ ও আমরপ্তানী নিয়ে বিশদ আলোচনা এবং একটি রূপরেখা তৈরি শেষে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। প্রথম আম সম্মেলনে ৭৫টি স্টলে জেলার কৃষিভিত্তিক প্রতিষ্ঠানের আমের বিভিন্ন পণ্য শোভা পায়।
সম্মেলনের ১ম দিন মঙ্গলবার দুপুর ১২টায় আম উৎপাদনে বালাইনাশকের ব্যবহার শীর্ষক এক আলোচনাসভা শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সুস্বাদু ফল আম। সারাদেশেই এখন অনেক আম উৎপাদন হচ্ছে।
তিনি বলেন, শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও আম পছন্দ করে। যাদের ডায়াবেটিস আছে তারাও এ আমের লোভ সামলাতে পারেন না। অন্য মিষ্টি না খেলেও তারা আমের স্বাদ নিয়ে থাকেন।
কৃষিমন্ত্রী বলেন, আমরা জানি এক সময় হিমসাগর, ফজলি ও ল্যাংড়াসহ অনেক আম মূলত চাঁপাইনবাবগঞ্জে উৎপাদন হতো। তখন এ জেলার আমই সারাদেশে ছড়িয়ে পড়ত। এখন অনেক ব্যবসায়ীরা সারাদেশেই এ আমগুলো উৎপাদন করছেন।
তিনি আরও বলেন, এখন আবার নওগাঁর মানুষ দাবি করছে- তারা নাকি চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশি আম রপ্তানি করে থাকে। এটি প্রমাণ সাপেক্ষ বিষয়। তবে এটি সত্য যে সারাদেশেই এখন অনেক আম উৎপাদন হচ্ছে।
সভায় আরও বক্তব্য রাখেন, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের ফিল্ড ম্যানেরজার মো. হামিদুল হক, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের ট্রেড ডেভলপমেন্ট অফিসার মো. মজ্জেম হোসেন, এসিআই ক্রপকেয়ার সেলস প্রমোশন অফিসার মো. শাহাদৎ হোসেন, এসিআই ফাটিলাইজারের মার্কেটিং অফিসার দীপক কুমার গুণ।
টিটি/