নওগাঁয় ভটভটি চাপায় গৃহবধূ নিহত
নওগাঁর মহাদেবপুরে ভটভটির চাপায় বিলকিস আরা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামীসহ দুজন। মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে ছাতড়া-মহাদেবপুর সড়কের কাঞ্চন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে জনাব আলী তার স্ত্রী ও আত্মীয়ের শিশু ঝুমঝমিকে নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলা সদরে আসার জন্য ছাতড়া-মহাদেবপুর সড়কের কাঞ্চন মোড় নামক স্থানে রাস্তার পাশে ঘাসের উপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় মহাদেবপুর থেকে ছাতড়ার দিকে যাওয়া একটি ভটভটি তাদেরকে চাপা দেয়। এতে ভটভটির নিচে চাপা পড়ে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিলকিস আরা বেগমকে মৃত ঘোষণা করেন। এদিকে জনাব আলীর অবস্থার অবনতি ঘটায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ঝুমঝুমিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, থানার এসআই বেলাল হোসেন হাসপাতালে গিয়ে সন্ধ্যায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছেন। কোনও অভিযোগ না থাকায় থানায় এ ব্যাপারে কোন মামলা দায়ের করা হয়নি।
ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন জানান, স্থানীয়রা ঘাতক ভটভটিকে আটক করেছে।
এসআইএইচ