প্রিন্সিপাল ইবরাহীম খাঁ'র মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, প্রথম মুসলিম প্রিন্সিপাল, শিক্ষা বিস্তারে অগ্রপথিক, সাহিত্যিক, নাট্যকার, জ্ঞানতাপস, সমাজ সংস্কারক, একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও বাংলা একাডেমির ফেলো প্রিন্সিপাল ইবরাহীম খাঁ'র ৪৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ ও ঢাকাস্থ ইবরাহীম খাঁ ফাউন্ডেশন।
মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে ঢাকাস্থ ইবরাহীম খাঁ ফাউন্ডেশন উদ্যোগে স্থানীয় ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর'র সার্বিক সহযোগিতা ইবরাহীম খাঁ সরকারি কলেজ অডিটোরিয়াম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে ইবরাহীম খাঁ মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়।
প্রিন্সিপাল ইবরাহীম খাঁ মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের শুরুতে প্রথমে তার লেখা সাংস্কৃতিক সংগঠন নজরুলচর্চা কেন্দ্র 'বাঁশরী' এর উদ্যোগে জাতীয় কবি কবি কাজী নজরুল ইমলাম ও প্রিন্সিপাল ইবরাহীম খাঁ'র ঐতিহাসিক পত্রালাপের শতবর্ষ স্মারক অনুলিপি উন্মোচন করা হয়। পরে কলেজ অডিটোরিয়াম ইবরাহীম খাঁ জীবনী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ঢাকাস্থ ইবরাহীম খাঁ ফাউন্ডেশনের সভাপতি ডা. মোসাদ্দেক হাবিবের সভাপতিত্বে ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান অনিক রহমান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিটিএফও (জানিপপ) চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, জাতীয় রাজস্ব বোডের গ্রেড-১ এর সদস্য (পিআরএল) মো. আলমগীর হোসেন, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক সচিব সামসুদ্দিন আহমেদ ভূঁইয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্মিত সহ-সভাপতি ও সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট শহীদুল ইসলাম, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল, বাঁশরী প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, ইবরাহীম খাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (অব.) মির্জা মহিউদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, প্রিন্সিপাল ইবরাহীম খাঁ ১৮৯৪ সালের ১ সেপ্টেম্বর টাঙ্গাইলের ভূঞাপুর থানার অন্তর্গত শাহবাজনগরে (বিরামদি) জন্মগ্রহণ করেন এবং ১৯৭৮ সালের ২৯ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে বিভিন্ন তাঁর স্মরণে বিভিন্ন কর্মসূচি যথাযথ্য মর্যাদায় পালন করে আসছেন সর্বস্তরের মানুষ ও প্রিন্সিপাল ইবরাহীম খাঁ'র ভক্ত অনুসারীরা।
এমএসপি