শনিবার, ২৪ মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

বাগেরহাটে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

বাগেরহাটের শরণখোলায় হাসি আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (২১ মার্চ) রাতে শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসি আক্তার একই গ্রামের শাহআলম মোল্লার মেয়ে ও তাফালবাড়ি ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।

আত্মহত্যার বিষয়টি প্রথমে পরিবারের সদস্যরা লুকালেও পরবর্তীতে স্বীকার করে বলেন, কি কারণে আত্মহত্যা করেছে তা আমরা জানি না।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.ফয়সাল আহম্মেদ জানান, রাতে হাসি আক্তার নামে একটি মেয়েকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তার গলায় রশি লাগানোর চিহ্ন পাওয়া যায়।

এ ব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এসআইএইচ

Header Ad
Header Ad

যাত্রাবাড়ীতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ, আহত ৫

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী পার্কের পাশে আয়োজিত বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত মো. জুয়েল নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত জুয়েলের আত্মীয় শাকিল বেপারী সমকালকে জানান, গত ১৫ মে থেকে বৃক্ষমেলা চলছে। সেই মেলায় তারা অংশগ্রহণ করেছেন। সেখানে শুক্রবার রাতে হঠাৎ একটি ককটেল এসে জুয়েলের সামনে পড়ে বিস্ফোরিত হয়। এতে তিনিসহ আশপাশে থাকা পাঁচজন আহত হন। অপর চারজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মো. জুয়েলকে হাসপাতালে নেওয়ার বিষয়টি জানিয়েছেন।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, মেয়র হানিফ ফ্লাইওভার থেকে কেউ একটি ককটেল যাত্রাবাড়ী পার্কে ছুড়ে মারে বলে ধারণা করা হচ্ছে। সেটি বিস্ফোরিত হয়ে চার-পাঁচ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নিহত ৭৬

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় কমপক্ষে ৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে ৫০ জনই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন।

এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

“তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি,” বলা হয়েছে বিবৃতিতে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৩ হাজার ৮২২ জন এবং ১ লাখ ২২ হাজার ৩৮২ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল।

কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ৩ হাজার ৬৭৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১০ হাজার ৩০০ জনেরও বেশি।

যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়।

Header Ad
Header Ad

সরকারি অফিস-ব্যাংক খোলা আজ

ছবি: সংগৃহীত

গত শনিবারের ন্যায় আজ শনিবারও (২৪ মে) সাপ্তাহিক ছুটির দিনে সরকারি সব অফিস ও ব্যাংক খোলা রয়েছে। আজ ব্যাংকে স্বাভাবিক সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকরা। লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে ১৭ ও ২৪ মে শনিবার সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখা হয়েছে। সেই অনুযায়ী আজ শনিবারও অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে।

আজ শনিবারও যথারীতি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিস। তবে গত শনিবার সরকারি অফিস ছিল অনেকটাই ঢিলেঢালা, উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।

উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর গত ৭ মে ঈদে নির্বাহী আদেশে দুদিন (১১ ও ১২ জুন) ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ছুটির দিনে (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ‌এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আগে থেকেই এবার ঈদুল আজহার ছুটি ৫ থেকে ১০ জুন মোট ছয় দিন নির্ধারণ করা ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যাত্রাবাড়ীতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ, আহত ৫
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নিহত ৭৬
সরকারি অফিস-ব্যাংক খোলা আজ
টাঙ্গাইলে বাবা-মায়ের চোখের সামনে ট্রাকচাপায় শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু
ড. ইউনূস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি: সালাহউদ্দিন আহমেদ
উপদেষ্টাদের পদত্যাগের দাবির দৃষ্টি ঘোরাতে প্রধান উপদেষ্টার পদত্যাগ ‘নাটক’: রাশেদ খান
এনসিপি অহেতুক বিবাদে জড়াচ্ছে, প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, সমঝোতা প্রয়োজন: এবি পার্টি
প্রধান উপদেষ্টার পদত্যাগ না করার বার্তা মুছে ফেললেন বিশেষ সহকারী
ফ্রান্স, ব্রিটেন ও কানাডা হামাসকে উৎসাহিত করছে: নেতানিয়াহু
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, খুঁটির ধাক্কায় উল্টে নিহত ২, আহত ১০
যুক্তরাষ্ট্রে তৈরি না হলে অ্যাপলকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে: ট্রাম্প
নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছি: অর্থ উপদেষ্টা
বিএনপি ক্ষমতায় গেলে জুলাইয়ের সব হতাহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে: রিজভী
শপথ কেবল ফরমালিটি, ঢাকাবাসীর পাশে থাকার ঘোষণা ইশরাক হোসেনের
চার দাবিতে বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ
কাশ্মীরে গুলিতে ফের ভারতীয় সেনা নিহত
আপত্তিকর অবস্থায় আটক রাবির সেই শিক্ষক ও ছাত্রীকে বহিষ্কার
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে নৃশংস ডাকাতি, মরদেহেও হামলা
৮ নায়িকার সঙ্গে ট্রাক ড্রাইভার মোশাররফ করিম