ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় দুজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে বালিয়াডাঙ্গী লাহিড়ী সড়কে মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়। অপরদিকে একই দিন দুপুরে শহরের বিসিক শিল্প নগরী এলাকায় ট্রলি-মোটরসাইকেলর ধাক্কায় একজন মারা যান।
নিহতরা হলেন-বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের সুজন ইসলাম (১৭) ও দেলোয়ার (২০) এবং সদরের কালিবাড়ী এলাকার নরুল ইসলাম (৬০)।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল ইসলাম ডন ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুই ওসি জানান, আজ সকালে ঢাকা থেকে আসেন নিহতের চাচাতো ভাই দেলোয়ার। তাকে নিতে যান সুজন। মোটরসাইকেলযোগে তাকে নিয়ে বাসায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান সুজন। এতে আহত হন দেলোয়ার। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুরে পাঠানো হয়। তবে পথিমধ্যে খোঁচাবাড়ি নামক স্থানে তিনিও মারা যান।
অপরদিকে একই দিনে শহরের বিসিক শিল্প নগরী এলাকায় নসিমন ও মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই নরুল ইসলাম নামে একজন মারা যান। আহত হন নাবিল নামে এক কিশোর।
দুই থানার ওসি আরও জানান, আইনগত পক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নসিমনের ড্রাইভারদের আটকের চেষ্টা চলছে।
এসআইএইচ