খাবারের সন্ধানে বনের হরিণ লোকালয়ে!
বনাঞ্চলে খাবার সংকট দেখা দেওয়ায় টাঙ্গাইলের মির্জাপুরে লোকালয়ে এসেছে একটি হরিণ।
বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় উপজেলার ফতেপুর ইউনিয়নের পারদিঘী গ্রাম থেকে একটি বিরল প্রজাতির চিত্রা হরিণ উদ্ধার করা হয়। হরিণটি উদ্ধার করেন স্থানীয় বাঁশতৈল বনবিভাগের লোকজন।
ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ জানান, বিকালে পাশের সুতানড়ি গ্রামের লোকজন চিত্রা হরিণটি দেখতে পান। তারা দৌড়ে হরিণটি ধরার চেষ্টা করেন। কিন্তু তাদের তাড়া খেয়ে হরিণটি পারদিঘী গ্রামে ছুটে আসে। পরে ওই গ্রামের লোকজন ঘেরাও দিয়ে হরিণটি ধরে বনবিভাগের লোকজনকে খবর দেয়। বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি দল পারদিঘী গ্রামে এসে হরিণটি উদ্ধার করে। হরিণটি এক নজর দেখতে আশপাশের লোকজন ভিড় করে।
এ বিষয়ে বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, বর্তমানে শুষ্ক মৌসুম চলছে। এ সময় মধুপুর বনাঞ্চলে হরিণের খাবার সংকট দেখা দিয়েছে। সেই কারণে হরিণ বন থেকে লোকালয়ে এসে থাকতে পারে।
চিত্রা জাতের হরিণটির ওজন প্রায় ৩০ কেজি। স্থানীয় লোকজন দৌড়ে ধরতে গিয়ে হরিণটি শিং এ আঘাত পেয়েছে। হরিণটি বৃহস্পতিবার (১০ মার্চ) প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে মধুপুর বনে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।
এসএন