দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিএনপির বড় ব্যবসায়ীরাও জড়িত: তথ্যমন্ত্রী
দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু অসাধু ব্যবসায়ী ছাড়াও বিএনপির বড় বড় ব্যবসায়ীরা জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও বিডি হলে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, কিছু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নেয়। সরকার সেসব ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরো বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে। আমরা মাঠ পর্যায়ে গিয়ে জনগণের কথা শুনতেছি। বিএনপি সব বিষয় নিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াতেই ব্যস্ত রয়েছে। প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন।
বিএনপি নির্বাচনকে ভয় পায় উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিএনপি কয়েকটি কারণে নির্বাচনকে ভয় পায়। প্রথমত তাদের জ্বালাও পোড়াও রাজনীতির কারণে তারা জনগণ থেকে বিছিন্ন হয়ে গিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া দুজনেই দণ্ডপ্রাপ্ত আসামি। এসব কারণে তারা নির্বাচনে অংশগ্রহন করতে পারবে না। সেজন্য বিএনপির নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, দলের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
এমএসপি