রংপুরে শিল্পকলার নবনির্মিত ভবন নিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীর অসন্তোষ
২৭ কোটি টাকা ব্যয়ে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নির্মিতব্য রংপুরে শিল্পকলা একাডেমির ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ । এ সময় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এখানে ৬ কোটি টাকা ব্যয়ে সর্বাধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে। সেটি যথাযথ হয়নি। ভবনের অন্য কাজগুলো রেকটিফাই করার কাজটিও সেভাবে হয়নি।
বুধবার (৯ মার্চ) দুপুরে রংপুর নগরীর টাউন হল চত্বরে একাডেমির ভবনের নির্মাণকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ৬ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা সাউন্ড সিস্টেম দেখে অসন্তোষ প্রকাশ করেন।
এর আগে বুধবার দুপুরে প্রতিমন্ত্রী এলে তাকে সরাসরি অডিটরিয়ামে নিয়ে যাওয়া হয়। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, নাট্য ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, নাট্য ব্যক্তিত্ব সাখাওয়াত রাঙ্গাসহ বিশিষ্টজনরা সঙ্গে ছিলেন।
এ সময় ছোট ছোট শিশুরা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানায়। সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যক্ষ করেন প্রতিমন্ত্রী ও তার সঙ্গে আসা ব্যক্তিরা।
কেএম খালিদ বলেন, রংপুর হচ্ছে সংস্কৃতির তীর্থভূমি। এখানকার ভাওয়াইয়াসহ বিভিন্ন গান, নাটক, সংস্কৃতি চর্চা আমাদের সমৃদ্ধ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত শত বছরের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করতে ২৭ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ করার আদেশ দেন। ইতোমধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে।
শিল্পকলা একাডেমি সূত্র জানিয়েছে, ভবনটি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা। কিন্তু শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি পরিদর্শন করতে এসে গণপূর্ত বিভাগ কর্তৃক নির্মিত কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
উদ্বোধনের আগেই ফ্লোর ফেটে গেছে, নিম্নমানের অডিটরিয়ামের চেয়ার ও টাইলস ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে সাউন্ড সিস্টেম স্থাপনে।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, শিল্পকলা একাডেমির দৃষ্টিনন্দন ভবনটি পুরোপুরি ব্যবহার উপযোগী হয়নি। এতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। প্রকল্পের নামে কোটি কোটি লুটপাট করা হয়েছে। রংপুরের সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এমএসপি