১ কোটি ১০ লাখ টাকার হেরোইনসহ আটক ৩
টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারি আটক করেছে র্যাব সদস্যরা। জব্দ করা হেরোইনের বাজার মূল্য এক কোটি ১০ লাখ টাকা। বুধবার (৯ মার্চ) বিকালে কালিহাতির এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলেন-চাপাইনবাবগঞ্জ জেলা সদরের ফুলকুড়ি সিএমবি ঘাট এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী ফুলেরা বেগম ওরফে আখি (৩৫), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে সোলেমান আলী (৫০) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মামুন আলী (১৯)।
র্যাব-১২’র মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ মার্চ) বিকাল ৪টার দিকে র্যাব-১২’র উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও অ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার মোস্তাফিজুর রহমান এলেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল তারা।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
এসআইএইচ