চট্টগ্রামে র্যাব হেফাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু
চট্টগ্রামে গ্রেপ্তারের তিন ঘণ্টা পর র্যাব হেফাজতে নজরুল ইসলাম বাবুল নামে এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ মার্চ) রাত ১০টায় তাকে গ্রেপ্তার করে র্যাব। এরপর দিবাগত রাত ১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান।
তবে র্যাব দাবি করেছে, বাবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। হার্টের অসুস্থতার কারণে তিনি মারা গেছে। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভা এলাকায়। পেশায় তিনি ঠিকাদার বলে জানা গেছে।
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর পাঁচলাইশ সেভরন ডায়াগনস্টিক সেন্টার এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার নামে হত্যা মামলা আছে। র্যাব হেফাজতে নেওয়ার পর সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেসময় তিনি অসুস্থতা বোধ করলে পরিবারের সদস্যদের খবর দিয়ে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তার ইসিজি করানো হয়েছিল। তার হার্টের ৯৫ শতাংশই ব্লক ছিল বলে চিকিৎসকরা বলেছেন।
পরে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসপি