বাগেরহাটে ইঁদুর মারা ফাঁদে কৃষকের মৃত্যু
বাগেরহাটের মোল্লাহাটে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন পোদ্দার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) সকালে মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের দ্বিগংগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বপন দ্বিগংগা গ্রামের ননী গোপাল পোদ্দারের ছেলে।
স্থানীয়রা জানান, স্বপন পোদ্দার নিজ বাড়ির কাছে একটি বোরো ধানের ক্ষেতে ইঁদুর মারার জন্য রাতে তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। সকালে তিনি ক্ষেতে বিদ্যুৎ বন্ধ করতে গেলে ভুলক্রমে ওই তারে হাত পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে প্রবীর পোদ্দার নামে এক কৃষক তাকে ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের নিয়ে স্বপনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআইএইচ