সাতক্ষীরায় র্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অস্ত্রসহ কামরুল হাসান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গ্রেপ্তার কামরুল উপজেলার নাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় র্যাব-৬ (সিপিসি-১) কার্যালয়।
র্যাব জানায়, মঙ্গলবার (৮ মার্চ) রাতে উপজেলার হুলহুলিয়া গ্রামের ঙ্গদগাহ বটতলা মোড় নামক স্থানে কিছু ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান নিয়েছিল। স্থানীয়রা বিষয়টি র্যাবকে অবগত করেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক র্যাব-৬ সাতক্ষীরা কাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে কামরুল হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেন। এ সময় ওই যুবকের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (ওয়ান শুটার), ১টি মোবাইল ফোনসহ ১টি সিম কার্ড জব্দ করা হয়।
এ ব্যাপারে র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (সিপিসি-১) ইশতিয়াক হোসাইন বলেন, জব্দ করা আলামতসহ গ্রেপ্তার যুবককে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআইএইচ