প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণের শিকার কলেজছাত্র, অভিযুক্ত তরুণী ও তার বাবা গ্রেফতার
ছবি: সংগৃহীত
শেরপুরে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কলেজছাত্র সুমন মিয়াকে (১৭) অপহরণের অভিযোগে এক তরুণী ও তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গত সাত দিন ধরে নিখোঁজ সুমনের সন্ধানে অভিযান চলছে।
সোমবার (১১ নভেম্বর) শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুমন শেরপুর পৌরসভার কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে সুমন নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে সন্দেহভাজন হিসেবে সুমনের বাবা নজরুল ইসলাম সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এজাহারে নাম উল্লেখ করে অভিযুক্ত তরুণী ও তার বাবাসহ মোট তিনজনকে অভিযুক্ত করা হয় এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে এই অপহরণের সঙ্গে জড়িত বলে দাবি করা হয়।
অভিযোগে বলা হয়েছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযুক্ত তরুণী তার কয়েকজন সহযোগীসহ মিলে সুমনকে অপহরণ করেছে। পুলিশ এ ঘটনার প্রেক্ষিতে গতকাল রাতে ওই তরুণী ও তার বাবাকে গ্রেফতার করে।
ওসি জুবায়দুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাবা-মেয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা অপহৃত কলেজছাত্রকে উদ্ধারে সহায়তা করছে।
নিখোঁজ সুমনের খোঁজ না পাওয়ায় তার পরিবারের সদস্য, সহপাঠী ও স্থানীয় লোকজন জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সঙ্গে দেখা করেন। পুলিশ সুপার জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সুমনের সর্বশেষ অবস্থান মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ময়মনসিংহ এলাকায় শনাক্ত করা হয়েছিল, তবে বর্তমানে তার ফোনটি বন্ধ রয়েছে। তাকে উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।