রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ | ২৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় শিক্ষক কারাগারে

গ্রেপ্তার শিক্ষক ছেলে জলিল মিয়া। ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে নিজের মাকে ভরণপোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সরিষাবাড়ী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৭ মার্চ) বিকালে উপজেলার মহাদান ইউনিয়নের বাশঁবাড়ী এলাকায় নিজ বাড়ি থেকে ছেলে জলিলকে গ্রেপ্তার করা হয়। ওই দিন রাতে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত জলিল মিয়া পেশায় একজন শিক্ষক। তিনি উপজেলার মহাদান ইউনিয়নের শ্যামের পাড়া ফিরোজা মনিজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

ভুক্তভোগী খোদেজা বেগম বলেন, আমার এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে মেয়েকে ওয়ারিশ থেকে বঞ্চিত করে সকল সম্পত্তি ছেলেকে লিখে দিতে বলে। এতে রাজি না হলে আমার খোঁজ খরব নেওয়া বন্ধ করে দেয়। সেই সাথে চিকিৎসা সেবাসহ কোন প্রকার ভরণপোষন দেয় না। বিভিন্ন সময় আমাকে মারপিট সহ শারীরিক ও মানসিক নির্যাতন করে।এক পর্যায়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আমি বৃদ্ধ বয়সে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেই।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার থানার ওসি মুশফিকুর রহমান বলেন, ভুক্তভোগী খোদেজা বেগম থানায় ২০১৩ সনের পিতা-মাতার ভরণ-পোষণ আইন ৫(১) ধারায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আবদুল জলিলকে গ্রেপ্তার করে।

Header Ad
Header Ad

রাজউকের প্লট জালিয়াতি, শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

রাজউকের প্লট জালিয়াতি, শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা। ছবি: সংগৃহীত

পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ শেখ পরিবারের ছয় সদস্য ও একাধিক রাজউক কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১২ জানুয়ারি)বিষয়টি নিশ্চিত করেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১৬ জনের নামে মামলা করেছে দুদক।

এর আগে গত ২৬ ডিসেম্বর এ বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। ওইদিন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, রাজনৈতিক বিবেচনায় সংবিধানের ১৩/এ ধারার ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় নিজ নামে, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং ছোট বোনের মেয়ে আজমিনা সিদ্দিকীর নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন।

তিনি আরও বলেন, পত্রিকার ক্লিপিংয়ে বর্ণিত অভিযোগসমূহ সুনির্দিষ্ট, তথ্যভিত্তিক এবং কমিশনের তফসিলভুক্ত অপরাধ মর্মে প্রতীয়মান হওয়ায় বিষয়টি কমিশনের বিশেষ তদন্ত শাখা থেকে অনুসন্ধান করা সমীচীন মর্মে প্রতীয়মান হয়।

Header Ad
Header Ad

নওগাঁয় নগদ ৪ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট, অভিযোগের তীর প্রতিবেশির দিকে

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁ সদর উপজেলার শালুকা গ্রামে গভীর রাতে বাসায় ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার প্রতিবেশিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে। এ ঘটনায় রবিবার (১১ জানুয়ারি) দুপুরে নওগাঁ সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি ইউনুস জামান সাখিদার।

অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার শালুকা গ্রামের বাসিন্দা ইউনুস জামান সাখিদার এর প্রতিবেশি আব্দুল মান্নান সাখিদার ও মো: সোহাগ রাতে বাসায় কেও না থাকার সুযোগে বাসার মেইন গেটের প্রাচিরের উপর দিয়ে বাড়ীর ভেতরে প্রবেশ করে গ্রিলের তালা ভেঙ্গে এবং ১ টি ঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরে থাকা আলমারী থেকে স্বর্নের গলার হার ২ টি, আংটি ৪টি, হাতের বালা ৩ জোড়া চেইন ২টি, কানের দুল ২ জোড়া (মোট ১০ ভরি ৪ আনা যার আনুমানিক মূল্য প্রায় ১৩লক্ষ ২০হাজার টাকা এবং ৩ লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযোগকারী ইউনুস জামান সাখিদার বলেন, ঘটনার পর রবিবার সকালে বিবাদীদের সাথে আলাপ করার পর চুরির সাথে জরিত বলে তাদের সন্দেহ হয় আমাদের। কারন তাদের অঙ্গভুঙ্গি ও কথা-বার্তা উল্টাপাল্টা মনে হচ্ছে। তারাই আমাদের বাড়িতে ঢুকে লুট করেছে। তাদের শাস্তি চাই। আশা করছি প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন তদন্ত করে।

এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানার জন্য আব্দুল মান্নান সাখিদার ও মো: সোহাগ এর বাড়িতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) নুরে আলম সিদ্দিকী বলেন, শালুকা এলাকার একটি বাসায় চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Header Ad
Header Ad

বিরামপুরে অগ্নিকাণ্ড ৩টি দোকান পুড়ে ছাই

ছবি : ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌরশহরের নতুন বাজারে আগুন লেগে তিনটি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার(১২ জানুয়ারি) রাত ১টার দিকে নতুন বাজার মাছহাটি এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সাব - অফিসার( বিরামপুর) আব্দুল আজিজ বলেন, রাত ১টা ১০ মিনিটের সময় আগুন লাগার খবর আসে। আমরা ১.২৫ মিনিটে ঘটনা স্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরো বলেন,শর্ট সার্কিট বা ডেলিভারি চার্জার গাড়ি থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। রাত ৪টা ৩০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে তিনটি দোকান পুড়ে যায়। দোকান তিনটি ছিল ডিলারশিপের (প্যারাসুট তেল,নারিকেল তেল, দুধ, সেরিলাক্স,ম্যাগি নুডুলস,চকলেট ও বিভিন্ন আইটেম) দোকান,চালের দোকান ও খড়ির দোকান। পুড়ে যাওয়া এই তিনটি দোকানের আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা।

এদিকে দোকান তিনটির মালিক এরশাদুর রহমান, সমর কুন্ডু ও শেখর কুন্ডু জানান,তাদের পুড়ে যাওয়া দোকান ও মালামালের ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাজউকের প্লট জালিয়াতি, শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা
নওগাঁয় নগদ ৪ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট, অভিযোগের তীর প্রতিবেশির দিকে
বিরামপুরে অগ্নিকাণ্ড ৩টি দোকান পুড়ে ছাই
ইংল্যান্ডে দুপুরের খাবারসহ বিনা টিকিটে বিশ্বকাপের ম্যাচ দেখেছেন টিউলিপ: টেলিগ্রাফের প্রতিবেদন
প্রতিযোগী থেকে বিয়ের পিড়িতে পড়শী-নিলয়
‘জমজমের’ বলে ট্যাপের পানি বিক্রি, আয় করেছেন ৩০ কোটি!
কাউন্সিল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত
বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ হাইকোর্টের
ঢাবিতে ছাত্রীহল নির্মাণ ও সংস্কারের দাবি ছাত্রদলের
অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে দেশে ফেরত পাঠানো উচিত: প্রধান উপদেষ্টা
বগুড়ায় বিমানবন্দর চালু নিয়ে যা বললেন বিমান বাহিনী প্রধান
‘আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় সরকার নির্বাচন’  
দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত
আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়েছি: বরখাস্তকৃত সেই দুদক কর্মকর্তা
ছাত্র আন্দোলনে নিহত, কাপড় দেখে স্বামীর মরদেহ শনাক্ত করলেন স্ত্রী
জামালপুরে গরু চুরি করে ভূরিভোজ, বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার
বিজিবি এবং স্থানীয়দের শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে  
সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা
জবি শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
বিশ্বযুদ্ধের পর জার্মানি ও জাপানের মত গাজাকে গড়ার আহ্বান ইলন মাস্কের