শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
শেরপুরে পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া ও রাতে গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইগাতীর ডেফলাই গ্রামের ছাবেদ আলীর ছেলে গোলাপ হোসেন (৪০) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়ার নয়নবাড়ী এলকার পরেশ তিলক দাসের ছেলে বাবুল তিলক দাস (২৬)।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে শেরপুর জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
তিনি বলেন, ঝিনাইগাতী থানার ২০১৪ সালের শিশু অপহরণ ও ধর্ষণের মামলায় গোলাপ হোসেন পলাতক থাকায় তার অনুপস্থিতিতে ২০২১ সালে এবং নকলা থানার ২০১৯ সালের কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় পলাতক আসামি বাবুল তিলক দাসের অনুপস্থিতিতে ২০২২ সালে যাবজ্জীবন সাজা দেন আদালত। পরে পলাতক সাজাপ্রাপ্ত এই দুই আসামিকে তথ্যপ্রযুক্তির সহায়তার শনাক্ত করে গাজীপুর ও আশুলিয়া থেকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।
এসজি