ময়মনসিংহে আত্মহত্যা প্রতিরোধে 'প্রেরক' এর ক্যাম্পেইন অনুষ্ঠিত
সারা দেশে প্রায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় বা গুরুত্বপূর্ণ জায়গায় আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রোগাম করে থাকে 'প্রেরক'। এরই ধারাবহিকতায় ময়মনসিংহ জয়নুল উদ্যানে এক জনসচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ আগস্ট) বিকাল ৩টার দিকে জয়নুল উদ্যান বৈশাখী মঞ্চের সামনে অধ্যাপক ডা. মির্জা মানজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কিছু মানুষের বিশেষ করে তরুণদের অনেকে বিশেষ কোনো কারণ বা অল্পেই ডিপ্রেশনে ভোগে এবং বিষণ্নতার মধ্যে দিয়ে কখনো কখনো দিন যাপন করেন।
'প্রেরক' এর সভাপতি শফিক আহমেদ ভূইয়া বলেন, দেশে প্রতিনিয়ত আত্মহত্যার সংখ্যা বেড়েই চলেছে এবং সন্তানদের থেকে মা-বাবার দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে তারা।
তিনি আরও বলেন, আত্মহত্যার অন্যতম কারণ বিষণ্নতা, আর বিষণ্নতার অন্যতম প্রধান কারণ সেলফ স্ক্রিনিং। সেলফ স্ক্রিনিং যারা করে, তারা সবসময়ই উদ্বিগ্ন থাকে। কারণ তারা সব সময় মনে করে 'আমি যা, তা যথেষ্ট নয়'। এমন বিষণ্নতার ফলে অনেক সময় আত্মহত্যার মতো একটি জঘন্য পথ বেছে নেয় তারা। এমন পরিস্থিতিতে অভিভাবকদের সচেতনতা খুবই জরুরি। আর 'প্রেরক' অভিভাবকদের সচেতন করার লক্ষ্যেই সারা দেশে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাসহ 'প্রেরক' এর অন্যান্য সহযোগীরা উপস্থিত ছিলেন।
এসজি