চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যার রহস্য উদ্ঘাটন
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যার রহস্য উদ্ঘাটন। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের মেহেগনি গাছের বাগানে ব্যবসায়ী তুষার আহম্মেদ সবুজকে (২২) মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ঘাটন হয়েছে হত্যার রহস্য।
শুক্রবার (১৫ নভেম্বর) চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার তাদের পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাগর আলী (২২) হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সাগর আলী-জেলার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড পাড়ার সাহাদ আলীর ছেলে। অন্যরা হলেন- একই উপজেলার বকশিপুর গ্রামের লাল্টু মিয়ার ছেলে নাজমুল হক পাপ্পু (২৮) ও সদর উপজেলার কুতুবপুর গ্রামের মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে আলমডাঙ্গা খাদ্য গুদামের নৈশ প্রহরী জহুরুল ইসলাম (৪৬)। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। নিহত তুষার আহম্মেদ সবুজ বাদেমাজু গ্রামের পাহাড়পাড়ার জয়নুল আবেদীনের ছেলে। সে পুরাতন মোটরসাইকেল ব্যবসায়ী।
অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, নিহত সবুজ পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করতেন। ব্যবসায়ী হওয়ায় তার কাছে সবসময় নগদ টাকা থাকতো। টাকা ছিনিয়ে নেওয়ার জন্যই হত্যাকারীরা তাকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনাটি অন্যখাতে প্রবাহিত করার জন্য মরদেহ ও মোটরসাইকেল জ্বালিয়ে দেয় তারা।
আলমডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় নিহত সবুজের বাবা জয়নুল আবেদীন বাদী হয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আলমডাঙ্গা থানায় মামলা করেন। মামলার পর তিনজনকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার (১২ নভেম্বর) আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু পাহাড়পাড়ার তুষার আহম্মেদ সবুজ সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন বুধবার উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি মেহেগনি গাছের বাগানে তুষার আহম্মেদ সবুজের পোড়া মরদেহ ও তার পোড়া মোটরসাইকেল দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।