চুয়াডাঙ্গায় ৮ ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
মালবাহী ট্রেনের ট্যাংকার লাইনচ্যুত। ছবি: ঢাকাপ্রকাশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া স্টেশনের অদূরে খুলনাগামী মালবাহী ট্রেনের আটটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে।
বুধবার ( ২৩ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ২ টার দিকে এ ঘটনা ঘটে।
ট্রেনটি শান্তাহার থেকে ঈশ্বরদী হয়ে খুলনায় যাচ্ছিল। চুয়াডাঙ্গা আনসারবাড়ীয়া স্টেশনে ঢুকার আগে ৮ টি ট্যাংকার লাইনচ্যুত হয়। দুমড়ে- মুচড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ভোরে খুলনা ও ঈশ্বরদী থেকে দুটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ সকাল থেকে শুরু করেছে। তবে কখন নাগাদ উদ্ধার হবে নির্দিষ্ট করে কেউ বলতে পারেননি।
এ ব্যাপারে উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, একটি তেলবাহী ট্রেন মধ্যরাতে খুলনা যাচ্ছিল। ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগনাল পয়েন্টের কাছাকাছি পৌঁছালে লাইনচ্যুত হয়। বুধবার সকাল ৭টার দিকে উদ্ধার কাজ শুরু হয়েছে। উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এদিকে এ ঘটনায় ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী আব্দুল হানিফ।