চুয়াডাঙ্গার দর্শনায় এনজিও অফিসে ছিনতাইয়ের চেষ্টা, বোমা উদ্ধার
ছবি : ঢাকাপ্রকাশ
চুয়াডাঙ্গার দর্শনায় একটি এনজিও অফিসে দিনে-দুপুরে ছিনতাইকারীর হানা। বুধবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার দিকে ব্যুরো বাংলাদেশ এনজিওর দর্শনা শাখার কার্যালয়ে এই ঘটনা ঘটে। ছিনতাইকারীরা এনজিওর হিসাবরক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করার চেষ্টা করে এবং টাকা ছিনতাই করতে গেলে তার চিৎকারে পালিয়ে যায়।
ঘটনার পর সন্দেহজনক একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে সেটি উদ্ধার করে।
দর্শনা বাসস্ট্যান্ডের মাস্টারপাড়ায় অবস্থিত বেসরকারি সাহায্য সংস্থা ব্যুরো বাংলাদেশের কার্যালয়ে কর্মরত হিসাবরক্ষক ফেরদৌস জানান, কাজের সময় একজন ব্যক্তি হেলমেট ও মাস্ক পরে অফিসে প্রবেশ করে তাকে পিস্তল দেখিয়ে জিম্মি করে টাকা দিতে বলে। কিন্তু তার চিৎকারে ছিনতাইকারী দ্রুত দরজা আটকে দিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় এবং অফিসে বোমা সদৃশ একটি বস্তু ফেলে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, দামুড়হুদা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ও দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর ঘটনাস্থলে আসেন এবং তদন্ত শুরু করেন।
সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানান, জেলা পুলিশ, ডিবি, এবং র্যাব যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে। বিকেল ৫টা পর্যন্ত বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি বলে জানানো হয়।