সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ | ৩ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আন্দোলনে নিহত মাসুদ রানার শিশুকন্যা আরাবি সবার মাঝে খুঁজে ফিরছে বাবাকে

নিহত মাসুদ রানা ও তার একমাত্র শিশুকন্যা আরোবি ফেরদৌস। ছবি: ঢাকাপ্রকাশ

রাজধানী ঢাকায় ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের কৃষক পরিবারের সন্তান মাসুদ রানা (৩৫)। তবে একমাত্র শিশুকন্যা আরোবি ফেরদৌস জানে তার বাবা আর ফিরবে না। তবুও অবুঝ মন সবার মাঝে খুঁজে ফিরছে বাবাকে।

অন্যান্য দিনের মতো গত ৪ আগস্ট বিকালে মিরপুর-১০ নম্বরে আন্দোলনরত ছাত্র-জনতাকে পানি সরবরাহ করেন মাসুদ। এসময় আকস্মিকভাবে পুলিশের ছোড়া গুলি এসে লাগে তার মাথায়। এতে মারাত্মকভাবে জখম হন মাসুদ রানা। সহকর্মীরা তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে গেলে ওইদিন রাতেই তিনি মারা যান।

মাসুদ রানা ঢাকার মিরপুর ১ নম্বরে বিদেশি একটি লিফট কোম্পানিতে চাকরিরত ছিলেন। মিরপুরেই স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাফা ও ৩ বছর বয়সী কন্যা আরোবি ফেরদৌসকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার দিন ৪ আগস্ট সকালে নিজ অফিসে যান। সেখান থেকে এক বন্ধুর জন্য অফিস দেখতে যান। বিকালে পৌনে পাঁচটার সময় অফিস থেকে বেরিয়ে সেই বন্ধুকে সাথে করে বোতলজাত পানি নিয়ে মিরপুর ১০ নম্বর এলাকায় যান। সেখানে আন্দোলনরত ছাত্র-জনতাকে খাবার পানি দেওয়ার সময় পিছন দিক থেকে পুলিশ তার মাথায় গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

সহকর্মী ও আন্দোলনকারীরা তাকে প্রথমে স্থানীয় আলোক হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সেখানে মাসুদ রানার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঐদিনই সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রাজধানীর শ্যামলী নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করেন। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ঐদিনই রাত সোয়া ১টার সময় সে মারা যান। রাতেই স্বজনরা নিহতের মরদেহ নিয়ে বিকাল সাড়ে ৩ টায় তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের স্থানীয় মাদ্রাসা ও এতিমখানা কবরস্থানে সমাহিত করে হাজারো মানুষ শোকাবহ বেদনা বিধুর পরিবেশে। মাসুদ রানার এই অস্বাভাবিক মৃত্যুতে পিতা হারিয়েছেন বাকশক্তি, আর মাতার চোখ থেকে সব সময় জলের ধারা গড়িয়ে পড়ছে। বড়ভাই ছোট ভাই হারানোর শোকে হতবিহ্বল। স্ত্রী অসময়ে স্বামীকে হারিয়ে কান্নার শক্তিও হারিয়েছেন। ৩ বছরের মিষ্টি মেয়েটি উপস্থিত সকলের মাঝে তার বাবাকে খুঁজে ফিরছে অহর্নিশি।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের কৃষিজীবী রায়হান বিশ্বাসের ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে মাসুদ রানা ছিল সবার ছোট। রানার মায়ের নাম জাহানারা বেগম। মাসুদ রানা গ্রামের প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে পার্শ্ববর্তী গোকুল খালী হাইস্কুল থেকে এসএসসি পাশ করে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন। এরপর তিনি ঢাকায় একটি লিফট কোম্পানিতে এক্সিকিউটিভ অফিসার পদে চাকরি শুরু করেন। সর্বশেষ তিনি নিজেই বিদেশ থেকে লিফট ইমপোর্ট করে দেশে বাজারজাত করে আসছিলেন।

দেশব্যাপী জুলাই মাসে গড়ে ওঠা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের শেষ মুহূর্তে ছাত্র-জনতার এক কাতারে সম্পৃক্ততার কারণে আন্দোলনে গতি পায়। এর চূড়ান্ত পর্যায়ে ফ্যাসিস্ট সরকারের পতনের এক দফা ঘোষণার ফলে আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়। এ পর্যায়ে এসে অনেক সহৃদয় ব্যক্তির মত মাসুদ রানাও কোমলমতি শিক্ষার্থীদের প্রতি অন্তর থেকে গভীর টান অনুভব করেন। সেই তাগিদ থেকেই সে আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার মাঝে নিয়মিতভাবেই খাবার পানি সরবরাহ করে আসছিলেন।

এই উদ্দেশ্যেই তিনি অন্যান্য দিনের মতো কয়েকজন সহকর্মীকে সাথে নিয়ে ৪ আগস্ট বিকাল পাঁচটার দিকে মিরপুর ১০ এলাকায় আন্দোলনরতদের মাঝে বোতলজাত খাবার পানি নিয়ে উপস্থিত হন। পানি সরবরাহের এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। পিছন দিক থেকে মাথায় গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। রাতেই হাসপাতালে নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এভাবে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় একটি পরিবারের আশা আকাঙ্ক্ষা এবং বেঁচে থাকার কোন অবলম্বন। ওই হাসপাতাল কর্তৃপক্ষের সরবরাহকৃত মাসুদ রানার ডেথ সার্টিফিকেটে মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কারণ উল্লেখ রয়েছে।

নিহত মাসুদ রানার মা জাহানারা বেগম বলেন, আমার ছোট ছেলে কত আদরের জীবনে কত কষ্ট করে তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। ঢাকায় গেলো ব্যবসা করতে। কীভাবে কী হয়ে গেল এখন আমার ছেলেকে কোথায় পাব? কে তাকে ফিরিয়ে দেবে? পরিবার নিয়ে পথে বসার মত অবস্থায় পড়েছি।

বড়ভাই ব্যবসায়ী বাবুল আকতার বলেন, রানা আমাদের পরিবারের সকলের ছোট, সবার আদরের। তাকে আমরা ঢাকাতে পাঠাতে চাইনি, কিন্তু সে ঢাকাতে যায় সেখানে লেখা পড়া শেষ করে একটি লিফট কোম্পানিতে চাকরি করতো । এখন সে নিজেই একটা অফিস করে কোম্পানি খুলে ব্যবসা করে আসছিলেো। আল্লাহর রহমতে সে অনেক ভালো ছিল । আজকে সরকারের হঠকারী সিদ্ধান্তে সে মারা গেছে। ঘটক পুলিশের দৃষ্টান্তমূলক বিচার চাই।

নিহত মাসুদ রানার স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাফা বলেন, ঐদিন সকালে আমি তাকে বের হতে নিষেধ করেছিলাম, বললাম আজকে তো দেশের অবস্থা অনেক খারাপ তুমি বাইরে যেও না। কিন্তু সে আমাকে বলল অফিসে কাজ আছে। আমি তাড়াতাড়ি ফিরে আসবো। সারাদিন তাকে অনেকবার ফোন দিয়েছি তাকে ফোনে পাইনি। এরপর সন্ধ্যার পরে তার এক বন্ধু আমাকে ফোন দিয়ে জানাই সে গুলি খেয়ে হাসপাতালে আছে। আমি হাসপাতালে গিয়েছি আমাকে কেউ তার কাছে যেতে দেয়নি সে আইসিইউতে ছিল রাত সোয়া ১ টার দিকে সে মারা যায়। আমাকে তারপরে তার কাছে যেতে দেয়া হয়। আমি এত ছোট মেয়েটাকে নিয়ে এখন কোথায় যাবো কি করবো? আমার স্বামীর হত্যার বিচার চাই, যারা আমার এই অবুঝ বাচ্চাটাকে এতিম করলো আমি তাদের বিচার চাই।

চিৎলা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন বলেন, মাসুদ রানা বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার সাথে ছিলেন। সে পুলিশে গুলিতে নিহত হয়েছেন সে একজন ভালো মানুষ ছিলেন। আমি দাবি জানাবো এই অসহায় পরিবারের প্রতি সরকার যেন একটু সুদৃষ্টি দেয়।

Header Ad

ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেও বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি আজারবাইজানের বাকুতে জলবায়ু পরিবর্তন সম্মেলনের ফাঁকে আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আল-জাজিরার সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন প্রোপাগান্ডা। দুর্ভাগ্যজনকভাবে, বেশিরভাগ প্রোপাগান্ডার উৎস ভারত, তা সে যে কারণেই হোক, হতে পারে এই উত্তেজনা জিইয়ে রাখার জন্য। কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই।

এমন পরিস্থিতিতে ট্রাম্প ও তার প্রশাসনকে কীভাবে সামলাবেন জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, অতীতে ট্রাম্পের সঙ্গে আমার কখনো যোগাযোগ হয়নি। সুতরাং তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই। কিন্তু যদি দলের কথা বলি, আমার রিপাবলিকান পার্টিতেও বন্ধু আছে, ডেমোক্রেটিক পার্টিতেও বন্ধু আছে। আমাকে কংগ্রেসনাল স্বর্ণপদক দেওয়ার ব্যাপারে মার্কিন প্রতিনিধি পরিষদ ভোট দিয়েছিল, তাতে উভয় দল থেকে শতভাগ সম্মতি মিলেছিল। সেখানে কোনো সমস্যা নেই। সুতরাং, ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন বলে হঠাৎ করে নতুন কোনো সমস্যার উদয় হবে, আমি তেমনটি মনে করি না।

তিনি আরও বলেন, আমি মনে করি, কে প্রেসিডেন্ট হলেন তার ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বদলে যায় না। এটি অনেকটাই স্থিতিশীল। ফলে, এই অঞ্চলের জন্য ট্রাম্প ভিন্ন কোনো অবস্থান নেবেন না বলেই বিশ্বাস করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান।

শেখ হাসিনার অভিযোগ, তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে, যা বাইডেন প্রশাসন অস্বীকার করেছে। এ বিষয়ে ইউনূসের ভাষ্য জানতে চাওয়া হয়েছিল।

জবাবে মুহাম্মদ ইউনূস বলেন, আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনি এই ধরনের (তত্ত্ব) জিনিসের জন্য পাগল হয়ে যাবেন। এরা হল সেই ছাত্র- যারা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে, জীবন দিয়েছে এবং চারদিক থেকে উন্মত্ত জনতা যখন তাদের (গণভবন) বাড়িতে ঢুকছে, তখন লক্ষ লক্ষ জনতা তাদের বাড়ির দিকে এগিয়ে গেছে।

তার পরিবার বলছিল, এবার পালানোর সময় হয়েছে, কারণ তা না হলে জনতা পুরো বাড়িটা দখল করে নেবে এবং এটা হয়ে যাবে। তাই তিনি (শেখ হাসিনা) সেনাবাহিনীকে আমন্ত্রণ জানান তাকে দেশের বাইরে যেতে সাহায্য করার জন্য এবং দেশত্যাগ করে তার ভারতে যেতে সহায়তা করে সেনাবাহিনী। কীভাবে (ক্ষমাতুচ্যত) হয়েছিল? এটাই হচ্ছে ঘটনা। সেনাবাহিনী বা কাউকে পাঠানোর বিষয়ে কেউ কাউকে নির্দেশ দিচ্ছে - ব্যাপারটা সেরকম নয়। এটি একটি ছাত্র আন্দোলন এবং দেশের সব মানুষের সঙ্গে সম্পৃক্ত।

সঞ্চালক বলেন, শেখ হাসিনা এখনো নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন।

তখন প্রধান উপদেষ্টা বলেন, তিনি নিজেকে অনেক কিছুই বলতে পারেন, কিন্তু বাস্তবতা তা নয়। এমনকি ভারতও বলছে তিনি সাবেক প্রধানমন্ত্রী; সুতরাং তাকে আশ্রয় দিলেও সাবেক প্রধানমন্ত্রী ছাড়া আর কিছুই বলছে না।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নিচ্ছেন কি না, এমন প্রশ্নের উত্তরে মুহাম্মদ ইউনূস বলেন, হ্যাঁ, সেটার আইনগত প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত হলে অবশ্যই তাকে প্রত্যর্পণের জন্য বলা হবে।

Header Ad

সরকার চাইলে তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের ইন্দোপ্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ইন্দোপ্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করা হবে। রবিবার (১৭ নভেম্বর) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশে এখন একটি ক্রান্তিকাল চলছে। সরকার যে কাজ করছে তাতে আমাদের সমর্থন থাকবে। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ড. ইউনূসের ভিশনের দিকে যুক্তরাজ্য তাকিয়ে রয়েছে। এ সময় দলগুলোর মধ্যে সমঝোতার কথাও বলেন তিনি। এছাড়া, পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্য সহায়তা করবে বলেও জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি চাইলে যেকোনো সময় বিদেশে যেতে পারেন।

তিনি আরও বলেন, সংস্কার শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। এ সময় নির্বাচন নিয়ে বৃটিশ সরকারের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।

ক্যাথরিন ওয়েস্ট ১৬ নভেম্বর দুদিনের সফরে ঢাকায় আসেন। গত আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি বাংলাদেশ সফর করলেন। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা এবং যুক্তরাজ্য-বাংলাদেশ অভিবাসনে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি।

Header Ad

সৌদি আরবে কনসার্ট করবেন জেমস

নগরবাউল জেমস। ছবি: সংগৃহীত

সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো দেশটিতে কনসার্ট করবেন নগরবাউল জেমস। সৌদি সরকারের আমন্ত্রণে আগামী ২০ নভেম্বর রিয়াদে যাচ্ছেন জেমস। বিষয়টি নিশ্চিত করেছেন নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর।

জানা গেছে, ২২ নভেম্বর রিয়াদের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে নগরবাউল। আয়োজনটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ কালচার’, এটি সৌদি সরকারের আয়োজন রিয়াদ সিজনের অংশ।

রক্ষণশীলতার ঘেরাটোপ থেকে সৌদি সমাজকে বের করে আনতে নানা উদ্যোগ নিচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভিশন–২০৩০ পরিকল্পনার আওতায় ২০১৮ সালে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, খুলে দেওয়া হয় সৌদির সিনেমা হলগুলো। আয়োজন করা হয় চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে কনসার্ট, ফ্যাশন শো ইত্যাদির। এরই ধারাবাহিকতায় আরেকটি উদ্যোগ ‘রিয়াদ সিজন’।

রুবাইয়াত ঠাকুর বলেন, ‘রিয়াদে একটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও সৌদিতে এটি আমাদের প্রথম সফর। এখানে দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন।’

সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার আমন্ত্রণে এবারের রিয়াদ সিজনে অংশ নিচ্ছে ৯টি দেশ। এর মধ্যে আছে দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ১২ অক্টোবর শুরু হওয়া ৪৫ দিনের এ আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর। এ উৎসবের লক্ষ্য সৌদি আরব ও অংশগ্রহণকারী এশীয় দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময়। উৎসবটি শীতকালীন বিনোদনের অন্যতম আয়োজন হিসেবে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করছে সৌদি সরকার।

আমন্ত্রিত প্রতিটি দেশের জন্য বরাদ্দ করা হয়েছে এক সপ্তাহ। সেখানে এসব দেশের সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হচ্ছে। আয়োজনের সপ্তম সপ্তাহকে ‘বাংলাদেশ উইক’ হিসেবে বিবেচনা করা হয়েছে। ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা হবে।

উল্লেখ্য, শেষ গত শুক্রবার ঢাকার মাটিকাটা রোডের সেনা প্রাঙ্গণ মিলনায়তনে গান শুনিয়েছেন নগরবাউল জেমস। এদিন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিয়ো না’ গান দিয়ে কনসার্ট শুরু করেন জেমস। একে একে তিনি শোনান ‘দিওয়ানা মাস্তানা’, ‘গুরু ঘর বানাইলা’, ‘মা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘মীরাবাই’, ‘তারায় তারায় রটিয়ে দেব’ ও ‘পাগলা হাওয়া’। গানের পাশাপাশি গিটারেও নৈপুণ্য দেখিয়েছেন নব্বইয়ের জনপ্রিয় এই রকস্টার।

Header Ad

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই: প্রধান উপদেষ্টা
সরকার চাইলে তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করবে যুক্তরাজ্য
সৌদি আরবে কনসার্ট করবেন জেমস
৩০ দিনের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ
মৃত্যুর আগে ফেসবুক লাইভে অডিও বার্তা, পত্নীতলায় সুমন হত্যা ঘিরে রহস্য
গিলেস্পিই থাকছেন পাকিস্তানের প্রধান কোচ
প্রাক্তনকে স্বপ্নে দেখা কিসের ইঙ্গিত?
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ
বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু
অগ্রাহায়নের শুরুতেই চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
শীতকালে যেসব ইবাদতের কথা বলেছেন নবীজি (সা.)
প্রেমের টানে বিয়ের দাবিতে ভারতীয় তরুণী বাংলাদেশে
মাল্টিপ্লেক্সে রেকর্ড আয় করল শাকিবের ‘দরদ’
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ১৩ জন ট্রাইব্যুনালে হাজির
অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে: ড. ইউনূস
দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে চলে গেলেন পরীমণি
সাকিবকে নিয়ে চেন্নাইয়ে জল্পনা!
নারায়ণগঞ্জে টিস্যুর গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
নিষিদ্ধ ‘ছাত্রলীগের আবরণে’ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
নিখোঁজের চারদিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার