দর্শনা সীমান্তে বিজিবি'র অভিযানে ৪৬০ পিচ ইয়াবাসহ আটক ১
ছবি : ঢাকাপ্রকাশ
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৬ বিজিবি'র অধীন দর্শনা বিওপির জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৬০ পিচ ইয়াবা সহ ১ জন মাদক কারবারি আটক করেছে। আজ সকাল ৯টার সময় তাকে আটক করা হয়।
৬ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, তার নির্দেশে দর্শনা বিওপির টহল কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের মেইন পিলার ৭৭/৪ এস থেকে সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা পৌরসভাধীন ঈশ্বরচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে সন্দেহভাজন একজনকে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি'র সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এসময় তাকে তল্লাশি করে তার হেফাজত হতে ৪৬০ পিচ ভারতীয় ইয়াবা ১টি মোটরসাইকেল, ৩ টি সিমকার্ড সহ ১টা মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক ব্যক্তি ঝিনাইদহ সদরের কাঞ্চনপুর গ্ৰামের রিয়াজুল মোল্লার ছেলে সবুজ আহমেদ (৩২)।
পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।