দুপুরে যোগদান করে বিকেলেই আবার বদলি
ছবি: সংগৃহীত
কয়েকদিন আগেই মাগুরার শালিখা থানা থেকে আলমডাঙ্গা থানায় বদলি করা হয় ওসি মোশাররফ হোসেনকে। তবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মাথায় এই ওসিকে আবার বদলি করানো হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) আলমডাঙ্গা থানার ওসিসহ চার থানার ওসিকে বদলির নির্দেশ দেয় ইসি।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার মো. নাজিম উদ্দীন আল আজাদ (ক্রাইম অ্যান্ড অপস)। তবে কী কারণে ওসিকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে তা জানাতে পারেনি জেলা পুলিশের এ কর্মকর্তা।
তিনি জানান, মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় আলমডাঙ্গা থানায় যোগদান করেন মোশাররফ। এরপর বিকেলেই বদলির নির্দেশনা আসে নির্বাচন কমিশন থেকে।
এ ব্যাপারে ওসি মোশাররফ হোসেন বলেন, ‘বিষয়টি দুঃখজনক। আমি কষ্ট পেয়েছি। তদন্ত হলে বিষয়টি পরিষ্কার হয়ে যেত। আমি সুষ্ঠ তদন্তের দাবি করছি। বদলির আদেশ আসলেই চলে যাব।’
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন যেন পক্ষপাতমূলক আচরণ করতে না পারে সেই লক্ষ্যে আরও চার থানার ওসিকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছে সংস্থাটি।
ইসি কর্মকর্তারা জানান, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, গাইবান্ধা জেলার সাঘাটা, চট্টগ্রাম জেলার খুলশি থানা ও পটিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।