যশোরে ট্রেনে কাটা পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
ছবি সংগৃহিত
যশোরের ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সৈয়দপাড়া এলাকার যশোর-বেনাপোল রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজাহান আলী মোড়ল গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।
যশোরের গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী মোড়লের (৬৫) মৃতদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল ৬টার দিকে যশোর-বেনাপোল রেলসড়কের নাভারণ সৈয়দপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গদখালী ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আনারুল ইসলাম বলেন, শাহাজাহান আলী মোড়ল মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো বাসা থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, এ সময় খুলনা থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস কমিউনিটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে তার মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এটি হত্যা নাকি তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তা প্রশ্নবিদ্ধ হয়ে দেখা দিয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে ও গ্রামবাসীর সাথে কথা বলছে।