মেহেরপুরে হত্যা মামলায় আসামির ৮ বছর কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে সুমন কসাইকে হত্যার দায়ে আসামি আব্দুল আউয়ালকে ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ মে) দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি আব্দুল আওয়াল উপজেলার কাজীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৪ সালের ৬ জুন দুপুরের দিকে সুমন কসাই তার ব্যবসায়িক কাজ শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে আব্দুল আউয়াল তার উপর হামলা চালায়। এসময় হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে সুমনকে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সুমনের বাবা শমসের আলী বাদী হয়ে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ১৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি আব্দুল আউয়াল দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৮ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিকুল আলম কৌশলী।
এসজি
