শরণখোলায় অজগর উদ্ধার বনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলায় বসতবাড়ির পাশের সবজি ক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে। পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ অফিস এলাকার বনে ছাড়া হয় অজগরটি।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সুন্দরবনসংলগ্ন উত্তর সোনাতলা গ্রামের মো. মোসলেম খাঁনের বাড়ির সবজি ক্ষেত থেকে ওয়াইল্ড টিম, সিপিজি ও ভিটিআরটি সদস্যরা উদ্ধার করেন সাপটি।
সিপিজির সদস্য নজরুল ইসলাম জানান, মোবাইল ফোনে খবর পেয়ে মো. মোসলেম খাঁনের বাড়িতে যান তারা। বসত বাড়ির সবজি ক্ষেতের জালে আটকা পড়ে সাপটি। পরে সেটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ৮ ফুট লম্বা এবং প্রায় ৭ কেজি ওজনের অজরগটি রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।
এসএন
