বেনাপোলে জামায়াত-শিবিরের ২৩ নেতা-কর্মী গ্রেপ্তার

যশোরের বেনাপোল সীমান্তে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ২৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে বেনাপোল সীমান্তের বারোপোতা নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সবাই বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন খবরে পুলিশ জানতে পারে বেনাপোল সীমান্তে নাশকতার উদ্দেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বৈঠক করছে। এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত জামায়াত-শিবিরের ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
এসজি
