যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন যশোরে। কনকনে শীত আর কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ রবিবার (৮ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যশোর বিমান বাহিনীর আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে আরও কয়েক দিন এই তাপমাত্রা অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
যশোর বিমান বাহিনীর আবহাওয়া অধিদপ্তর জানায়, গত এক সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা নিম্নমুখী। রবিবার তাপমাত্রা আরও নিন্মমুখী রুপ ধারণ করে। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশাচ্ছন্ন জেলার বিভিন্ন অঞ্চল। দৃষ্টিসীমা মাত্র ১০০ মিটারের মধ্যে। এর ফলে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে সড়কে।
বিমান বাহিনীর আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সেই সঙ্গে রয়েছে হিমেল ঠাণ্ডা হাওয়া। এতে শীত আরও বাড়ছে। সকাল থেকে কনকনে শীতে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী অসহায় মানুষেরা। শীতের ভয়ে অনেকে ঘর থেকে বের হতে পারছে না।
এদিকে যশোরে শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন বিরাজ করতে পারে জানিয়েছে তারা (বিমান বাহিনীর আবহাওয়া অধিদপ্তর)।
অন্যদিকে প্রচণ্ড শীতে ও ঠাণ্ডার কারণে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ। হাসপাতালগুলোতে জ্বর, সর্দি ও কাশি রোগীর সংখ্যা বাড়ছে ক্রমেই।।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান বলেন, ঠাণ্ডাজনিত রোগে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত শিশুদের ভিড় সবচেয়ে বেশী।
এসআইএইচ
