খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকের মৃত্যু

খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় দৌলতপুর নতুন রাস্তার মোড়ে মোটরসাইকেলের সঙ্গে তেলবাহী ট্যাংক লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকছার দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার এম এ রবের ছেলে।
স্থানীয় বলেন, নতুন রাস্তা মোড়ে তেলবাহী ট্যাংক লরির (যশোর মেট্টো ড ৪১-০০০৪) সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলচালকের মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির মরদেহ পোস্ট মর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি কাজী কামাল বলেন, নিহত আকছার মোটরসাইকেলযোগে খুলনার দিকে যাচ্ছিলেন। এই সময়ে বিপরীত দিক থেকে ট্যাংক লরি মোড় ঘুরছিল। মোটরসাইকেলটি ওই লরির নিচে চলে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গাড়িটি আটকে রেখে দৌলতপুর থানায় জানালে পুলিশ গাড়িটি থানায় নিয়ে আসে।
এসআইএইচ
