যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় লাখো মানুষের ঢল
যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ পাঁচ বছর পর যশোরে তাঁর আগমন ও ভাষণকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল থেকে স্টেডিয়াম মাঠে জড়ো হতে থাকেন দলীয় নেতা-কর্মী থেকে সাধারণ মানুষেরা। এরই মধ্যে স্টেডিয়াম মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
খবরে জানা গেছে, জনসভায় প্রধানমন্ত্রীর যোগদানকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকেই যশোর জেলার আট উপজেলাসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা স্থলে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। এ সময় সাধারণ মানুষকেও তাঁর ভাষণ শোনার জন্য জনসভা স্থলে জড়ো হতে দেখা যায়। জনসভা স্থলে আসা মানুষদের পরনে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের ছবি সম্বলিত গেঞ্জি দেখা যায়।
মণিরামপুর থেকে জনসভায় যোগ দিতে আসা রহমত আলী সংবাদমাধ্যমকে বলেন, বহুদিন পর প্রধানমন্ত্রী যশোরে আসছেন। তাকে দেখতে বহু মানুষ আসবে, তার বক্তব্য শুনবে। আমিও এসেছি। আসলে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বিশেষ করে সাধারণ মানুষের অনেক উপকার হয়। তার বিকল্প নেই। আমরা আগামীতেও তাকে চাই।
মাগুরা থেকে আসা সুজয় পাল বলেন, আমরা এলাকা থেকে বুধবার বিকেলে তিনটি বাস নিয়ে এসেছি। রাতে যশোর শহরের একটি স্কুলে ছিলাম। আজ জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবো। দেখা যাক তিনি বৃহত্তর যশোরবাসীকে কী উপহার দেন।
জানা গেছে, আজ দুপুর ২টার দিকে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল ১০টায় হেলিকপ্টারযোগে যশোর মতিউর রহমান বিমান ঘাঁটিতে এসে পৌঁছান তিনি।
এসআইএইচ