'মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছে আনসার বাহিনী'
শান্তি, শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকালে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ মাঠে সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমানের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এনামুল খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সহকারী জেলা কমান্ড্যান্ট শেখ কামরুজ্জামান, সদর থানার তদন্ত ওসি মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশিক্ষক এইচএম ইশার আলী, কোম্পানী কোমান্ডার মাসুদুজ্জামান প্রমুখ।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, ১৯৪৮ সালের ১২ই ফেব্রুয়ারি আনসার বাহিনী প্রতিষ্ঠার পর থেকে দেশের আইন শৃংখলা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ইতিহাসের প্রতিটি বাকেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্রিয় ভাবে অংশগ্রহণ করে আসছে।
মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর অবদান দেশের ইতিহাসকে মহিমান্বিত করেছিল জানিয়ে বক্তারা বলেন, বাঙালির স্বাধীনতা অর্জনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছিল। এ বাহিনীর ৬৭০ জন সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হন। একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় আনসার বাহিনী মুক্তিকামী জনগণের মধ্যে ৪০ হাজার অস্ত্র বিতরণ করেন। যেটা ওই সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করতে অনেককাংশে ভূমিকা রাখে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রশংসা করে বক্তারা বলেন, বর্তমান সরকার আনসার-ভিডিপির কল্যাণে কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির সদস্যদের সকল প্রকার সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত ১২ বছরে বাহিনীর সদস্যদের জন্য নতুন পোশাক প্রবর্তন, রেশন প্রদান, সাহসিকা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পদক প্রবর্তন, কর্মকর্তাদের জন্য দ্বিতীয়, তৃতীয় ও ৫ম গ্রেডে পদ সৃষ্টি এবং মহাপরিচালকের পদটি প্রথম গ্রেডে উন্নীতকরণসহ অন্যান্য কর্মকর্তাদের বৈশ্বিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।
পাশাপাশি সরকার করোনাকালে আনসার-ভিডিপি ব্যাংকে ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন জানিয়ে বক্তারা আরও বলেন, বর্তমান সরকার আনসারকে সব দিক দিয়ে আধুনিকায়নের পদক্ষেপ নিয়েছে। সরকারের প্রচেষ্টায় রেঞ্জ, জেলা, উপজেলা পর্যায়ে বাহিনীর জন্য আধুনিক ভবন নির্মাণের প্রক্রিয়া চলমান।
এসময় বক্তারা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে আনসার বাহিনীর সুনাম এবং ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার আহব্বান জানান।
সমাবেশ শেষে আনসার ভিডিপির সদস্যদের সামাজিক নানান কাজে অবদান রাখায় পুরস্কার দেয়া হয়। এর আগে উপজেলা সমাবেশ উপলক্ষে জেলা আনসার ও প্রশিক্ষণ প্রাঙ্গণ থেকে 'শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা' এ স্লোগানে একটি র্যালি বের হয়।
এএজেড