নড়াইলের মানুষ প্রধানমন্ত্রীর অপেক্ষায়: মাশরাফি
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, নির্বাচনের এখনো বেশ সময় বাকি। যে কোনোভাবে প্রধানমন্ত্রী অবশ্যই প্ল্যান করবেন নড়াইলে আসার। কারণ দীর্ঘ ১৪ বছর আগে প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন। নড়াইলের মানুষ প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছেন।
রবিবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মাশরাফি বলেন, প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে তিনি দক্ষিণাঞ্চল থেকে জনসভা শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় যশোরে জনসভা হবে। আমরা নড়াইলবাসী স্বতঃস্ফূর্তভাবে সেখানে উপস্থিত থাকব এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাব।
এর আগে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে সেখানে ফিরে মেলার উদ্বোধন করেন মাশরাফি।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসমত আরা, তোফায়েল মাহমুদ তুফান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেন।
উদ্বোধন শেষে মাশরাফিসহ উপস্থিত অতিথিরা মেলায় প্রদর্শিত স্টল ঘুরে দেখেন। উদ্ভাবন, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান-এ দুটি প্যাভিলিয়নের মাধ্যমে ২০টি স্টলে মেলা প্রদর্শিত হচ্ছে। আগামীকাল সোমবার সন্ধ্যায় শেষ হবে এই মেলা।
এসজি