মরিচ বাগান থেকে ৮ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
যশোরের চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্তে একটি মরিচ বাগান থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। জব্দ করা স্বর্ণের মূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা বলে জানায় বিজিবি।
বিজিবি আরও জানায়, শনিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শাহজাদপুর সীমান্তের শূন্যরেখার কাছে একটি মরিচ বাগানের ভেতরে মাটি খুঁড়ে দুটি কাপড়ের ব্যাগ পাওয়া যায়। পরে কাপড়ের ব্যাগ খুলে তার ভেতর থেকে ৯ কেজি ৩১০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, শনিবার রাতে টহলরত বিজিবি সদস্যরা মরিচ বাগানের কাছে দুইজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। এরপর বিজিবি সদস্যরা তাদেরকে অনুসরণ করতে থাকে। এ বিষয়টি চোরাকারবারিরা বুঝতে পেরে সোনার বারগুলো মাটি খুড়ে সেখানে লুকিয়ে রেখে পালিয়ে যায় তারা। পরে বিজিবি সদস্যরা মরিচ বাগান তল্লাশি করে মাটি খুড়ে সেখান থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধার করা স্বর্ণের ওজন ৯ কেজি ৩১০ গ্রাম। যার বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা। স্বর্ণ উদ্ধারের বিষয়ে চৌগাছা থানায় মামলা হয়েছে।
এসআইএইচ