বাইসাইকেলের সিটে মিলল ১৫ স্বর্ণ বার, আটক ১
ভারতে পাচারকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ১৫ পিস স্বর্ণের বারসহ ইমানুর রহমান (১৯) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর-পুটখালি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক স্বর্ণ পাচারকারী সীমান্তের পুটখালি গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
বিজিবি জানায়- গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন সীমান্তের দৌলতপুর-পুটখালি সড়ক দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছে। এমন ধরনের তথ্যের ভিত্তিতে বিজিবি একটি অভিযানিক দল ওই সড়কে অবস্থান নেয়।
এসময় ইমানুর নামে এক বাইসাইকেল আরোহীকে খামানো হয়। পরে তল্লাশির এক পর্যায়ে বাইসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ১৫ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দ করা স্বর্ণের ওজন ১ কেজি ৭৪৯ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা বলে জানায় বিজিবি। এ ব্যাপারে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল তানভীর রহমান জানান- আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এএজেড