বেনাপোলে আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ

বেনাপোলে আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে জীবন কুমার (২৪) নামে এক ব্যক্তির স্টোর থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় মাল্টিভিটামিন জাতীয় ১২০০ পিস ওষুধ জব্দ করেছে পোর্ট থানার পুলিশ সদস্যরা। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে এসব ওষুধ গুলো জব্দ করা হয়। স্টোরের মালিক জীবন কুমার বেনাপোল বড়আঁচড়া ৯নং ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন অবৈধভাবে ভারত থেকে আমদানি নিষিদ্ধ ওষুধের একটি বড় চালান এনে বেনাপোল চেকপোস্ট এলাকায় জীবন কুমার নামে এক ব্যক্তি তার স্টোরে মজুদ করে রেখেছেন। এমন ধরনের সংবাদে পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ১২০০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সময় স্টোর মালিক পালিয়ে যায়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া ভারতীয় ওষুধের চালানটি জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে স্টোর মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
এএজেড
