রাজনীতি ছেড়ে লেবু চাষে বুলবুলের বাজিমাত

নড়াইলের লোহাগড়ায় সিডলেস (বীজবিহীন) লেবু চাষে সফলতা অর্জন করেছেন সাবেক কাউন্সিলর বুলবুল আহমেদ। তিনি লোহাগড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তবে গত পৌর নির্বাচনে পরাজিত হন। তারপর তিনি সিদ্ধান্ত নেন রাজনীতি ছেড়ে চাষাবাদ করবেন। এরই প্রেক্ষিতে ১৫০টি সিডলেস লেবুর চারা দিয়ে চাষাবাদ শুরু করেন বুলবুল। পরবর্তীতে আরও ৩০০ পাতি লেবুর চারা রোপন করেন তিনি। এখন লেবু থেকে প্রতি মাসে তার আয় ৫০-৬০ হাজার টাকা। তার দেখাদেখি এলাকার আরো অনেকেই লেবু চাষে উৎসাহী হচ্ছেন।
বুলবুল আহমেদ জানান, তিনি দীর্ঘ কয়েক বছর ধরে জনপ্রতিনিধি ছিলেন। সর্বশেষ পৌর নির্বাচনে হেরে যাওয়ার পর সিদ্ধান্ত নেন আর জনপ্রতিনিধিত্ব করবেন না। তারপর নিজ উদ্যোগে ১৫০টি সিডলেস লেবুর চারা রোপণ করেন। পাশাপাশি তিনি গরুর খামার, ধান চাষ, আসাম সুপারীর বাগান তৈরি করে চাষাবাদে মনোনিবেশ করেন। পরে সিডলেস লেবু চাষে লাভবান হয়ে তিনি ৩০০ কাগজী লেবু গাছও লাগান। ভবিষ্যতে এই বাগান আরও বড় করার পরিকল্পনা রয়েছে তার।
তিনি আরো জানান, সিডলেস লেবুর মান ও স্বাদ খুব ভালো হওয়ায় বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিদিনই পাইকারি ক্রেতারা তার বাগান থেকে লেবু নিয়ে উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করেন। এখন দাম কম হওয়ায় পাইকারি ক্রেতাদের কাছে প্রতি পিস লেবু বিক্রি করছেন ৩ টাকা করে। তবে বাজার ভালো থাকলে ৪-৫ টাকা করে বিক্রি হয় প্রতি পিস। লেবু বাগান থেকে যে অর্থ তার আয় হয় তা দিয়ে ছেলে-মেয়েদের পড়াশোনাসহ সংসারের সকল খরচ মেটাতে পারেন তিনি। তবে সরকারি সহায়তা পেলে বাগান আরো বড় করতে পারতেন বলে আক্ষেপ করেছেন বুলবুল।
এ সময় লেবু চাষে আগ্রহীদের উদ্দেশে বুলবুল বলেন, লেবু চাষে প্রথমদিকে একটু কষ্ট হবে। পরবর্তীতে এ থেকে যে অর্থ আসবে তাতে চাষি লাভবান হবে এবং সংসারে কোনো অভাব-অনটন থাকবে না।
লেবু কিনতে আসা ইয়াসিন শেখ নামে এক পাইকারী ক্রেতা বলেন, প্রতিদিন তিনি বুলবুলের বাগান থেকে লেবু কেনেন। তারপর পার্শ্ববর্তী এড়েন্দা বাজার, কালনা ও গোপালগঞ্জের ভাটিয়াপাড়া বাজারে নিয়ে এই লেবু বিক্রি করেন। এই লেবুর মান ভালো। দেখতেও ভালো, খেতেও ভালো।
বুলবুলের লেবু বাগান সম্পর্কে স্থানীয়রা জানান, রাজনীতি ছেড়ে বুলবুল কৃষি কাজে মনোনিবেশ করেছে। তিনি লেবু চাষে সফল। তার সফলতা দেখে এলাকার অরো অনেকেই লেবু চাষে আগ্রহী হয়েছেন।
এ ব্যাপারে লোহাগড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা আক্তার বলেন, অন্য লেবুর তুলনায় বাজারে সিডলেস লেবুর চাহিদা অনেক বেশি। বুলবুল এই লেবু চাষে অনেক লাভবান হয়েছেন। কৃষি অফিস থেকে নিয়মিত পরিদর্শন করে লেবু বাগানের মালিককে পরামর্শ দেওয়া হচ্ছে।
এসআইএইচ
