প্রতিবন্ধী শিক্ষার্থীদের এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের মাঝে চাহিদা ভিত্তিক এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম-৪(পিইডিপি) অর্থায়নে উপজেলার ২৭ জন শিক্ষার্থীর মাঝে এ এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার, চশমা, ইলেকট্রনিক শ্রবন ডিভাইজ) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) হোসনে ইয়াসমিন করিমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা- তুজ-জোহরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস কোহিনুর ইসলাম প্রমুখ।
এএজেড
