টাঙ্গাইলে ১ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছে সার তিল বীজ

ছবি : ঢাকাপ্রকাশ
গ্রীষ্মকালীন মৌসুমে তিল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
প্রণোদনার মধ্যে- এক কৃষকের জন্য ১ কেজি তিল, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার।
সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলম প্রমুখ।
