‘সেভ দ্যা চিলড্রেনের’ প্রকল্প পরিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জে এনজিও সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রকল্প পরিচালক উৎপল রায়ের (৬২) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের টানবাজারের সাহাপাড়া এলাকার নিজ ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার কর হয়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত উৎপল রায়ের দুই ছেলেসন্তানের একজন প্রবাসে থাকেন। অন্য ছেলে উজ্জ্বল কুমার রায় পেশায় চিকিৎসক। তার বাসায় কাজ করেন বন্দর এলাকার এক নারী গৃহপরিচারিকা। সোমবার সন্ধ্যার পর ওই নারী বাসায় ঢোকেন। রাত ৯টার মধ্যে তিনি বের হয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে ছেলে উজ্জ্বল রায় বাসায় এসে দেখেন দরজা ভেতর থেকে লক করা। পরে লক ভেঙে ভেতরে ঢুকে দেখেন তার বাবার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে।
উৎপল রায়ের ছেলে উজ্জ্বল কুমার রায় বলেন, রাত সাড়ে ৯টার দিকে বাসার দরজায় এসে অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি। পরে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে বাবার গলা কাটা লাশ দেখতে পাই।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)