রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

হাত-মুখ বেঁধে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক এক ইউপি সদস্যদের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, রুপাসহ কয়েক ভরি স্বর্ণ অলংকার লুটপাট করে ডাকাত চক্র।

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামে রফিকুল ইসলাম দুলাল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম। পরে রবিবার (১৯ জানুয়ারি) সকালে (কালিহাতী) সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম দুলাল বলেন, গতকাল শনিবার রাত ১০ টার দিকে আমি ও আমার স্ত্রী খাবার খাচ্ছিলাম। এ সময় হঠাৎ বেশ কয়েকজন ডাকাত আমাদের দু’জনের হাত-মুখ বেঁধে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ার একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করে এবং আমাকে অন্যরুমে আটকে রেখে লুটপাট চালায় এবং ঘরে থাকা ৮৫ হাজার টাকা, কয়েক ভরি রুপা ও স্বর্ণ ডাকাতি করে।

তিনি বলেন, ডাকাতরা দুই ঘণ্টা অবস্থান করে ঘরে। ডাকাতি শেষে তারা চলে যাওয়ার পর আমার স্ত্রী তার মুখের বাঁধন খুলে আমার হাত-পায়ের বাঁধ খুলে দেয়। পরে আহত অবস্থায় বাড়ির বাহিরে এসে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন আসে। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে। মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে (কালিহাতী) সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল ইমরান বলেন, খবর পেয়ে আমরা ওই ইউপি সদস্যের বাড়িতে সরেজমিনে পরিদর্শন করেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

Header Ad
Header Ad

জবিতে বোরকা পরে সনদ তুলতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

জবিতে বোরকা পরে সনদ তুলতে এসে আটক ছাত্রলীগ নেত্রী। ছবি: সংগৃহীত

স্নাতকের সনদ তুলতে এসে আটক হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের এক নারী নেত্রী। রবিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নিচ থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা।

তবে তার নামে কোনো মামলা না থাকায় অঙ্গীকারনামা নিয়ে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃত আফিয়া আনজুম সুপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভাগ কমিটির সভাপতি ছিলেন।

শিক্ষার্থী সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেত্রী আফিয়াকে চিনতে পেরে প্রক্টর অফিসে নিয়ে আসেন তারা। সেখান থেকে পালানোর চেষ্টা করলে প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। আফিয়ার বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ আনা হয়। পাশাপাশি ফেসবুকে আন্দোলনকারীদের হুমকি-ধামকিও দেন তিনি।

অ্যাকাডেমিক ভবনের নিচ থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা

আটক ছাত্রলীগ নেত্রী আফিয়া বলেন, ‌‘আমাকে ২০২৩ সালের আগস্টে অভ্যন্তরীণ প্রতিহিংসার কারণে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে এখন জড়িত না। আমি ৭১-কে ধারণ করি, এটাই আমার রাজনীতি। আমি সনদ উঠাতে আসলে আমাকে কয়েকজন ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। এখানে কোনো শিক্ষক না পেয়ে আমি চলে যেতে চাই। তখন গেট থেকে আমাকে আবার প্রক্টর অফিসে নিয়ে আসা হয় ‘
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’

Header Ad
Header Ad

রিপন-ফাহিমের দারুণ বোলিং আর মালানের ফিফটিতে বরিশালের জয়

ছবি: সংগৃহীত

চিটাগং কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে ফরচুন বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগংয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং আর মালানের অসাধারণ ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

চিটাগংয়ের ব্যাটিং লাইন-আপকে চেপে ধরে ১২১ রানে অলআউট করে বরিশাল। বোলিংয়ে ফাহিম আশরাফ ও রিপন মণ্ডল ৩টি করে উইকেট নেন। ফাহিম মাত্র ১২ রান খরচায় তার ৪ ওভার শেষ করেন। পরে রান তাড়ায় দাভিদ মালানের অপরাজিত ৫৬ রানের ইনিংসের কল্যাণে ১৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বরিশাল।

চিটাগংয়ের ব্যাটিং ইনিংসের শুরুটা ভালো হলেও রিপন ও ফাহিমের বোলিংয়ে পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও আরাফাত সানির যৌথ প্রচেষ্টায় ১২১ রান পর্যন্ত পৌঁছায় দলটি। মিঠুন ৩৫ ও সানি অপরাজিত ২৭ রান করেন।

রান তাড়ায় বরিশাল কিছুটা ধাক্কা খায়। তামিম ইকবাল, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ দ্রুত ফিরে গেলেও অভিজ্ঞ মালান ইনিংসের দায়িত্ব কাঁধে তুলে নেন। তার ৩৬ বলে ফিফটি ও নাবির ২১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে সহজেই লক্ষ্যে পৌঁছায় বরিশাল।

সংক্ষিপ্ত স্কোর:
চিটাগং কিংস: ২০ ওভারে ১২১/৮ (মিঠুন ৩৫, সানি ২৭*, ফাহিম ৩/১২, রিপন ৩/২৩)।
ফরচুন বরিশাল: ১৬.৫ ওভারে ১২২/৪ (মালান ৫৬*, নাবি ২৬*, খালেদ ২/২৭)।

ফলাফল: ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: দাভিদ মালান।

Header Ad
Header Ad

লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করলেন দর্শন রাভাল! পাত্রী কে?

বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী দর্শন রাভাল। ছবি: সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী দর্শন রাভাল। ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তিনি নিজেই। শনিবার (১৮ জানুয়ারি) রাত থেকেই সামাজিকমাধ্যমে গায়কের বিয়ের ছবি ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে,পাত্রীর নাম ধরল সুরেলিয়া। দর্শনের স্ত্রী পেশায় একজন আর্কিটেক্ট। পাশাপাশি তিনি একজন প্রফেশনাল ডিজাইনার এবং উদ্যোক্তা। বিয়ের আগে থেকেই তাদের পরিচয় ছিল। বন্ধুত্ব থেকে প্রেম, এবার বিয়ে।

সামাজিকমাধ্যমে বিয়ের বেশকিছু ছবি শেয়ার করেছেন দর্শন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার সেরা বন্ধু চিরকাল।’ তার এই পোস্ট অনুরাগীদের মন কেড়েছে। নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন তারা।

দর্শন একাধারে গায়ক, সুরকার এবং গীতিকার। ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর খ্যাতি অর্জন করেন। ‘তুম হি আনা’, ‘রাতই রহে’, ‘ভুল জানা’ ইত্যাদি গান তার দর্শকদের মনে এক আলাদা জায়গা দিতে বাধ্য করেছে।

শুধু বলিউড নয়, গুজরাটি ও তেলুগু সিনেমায়ও দর্শন রাভাল গাইছেন সমানতালে। গান গাওয়ার পাশাপাশি লেখা ও সুর করায়ও সুনাম আছে তার।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জবিতে বোরকা পরে সনদ তুলতে এসে আটক ছাত্রলীগ নেত্রী
রিপন-ফাহিমের দারুণ বোলিং আর মালানের ফিফটিতে বরিশালের জয়
লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করলেন দর্শন রাভাল! পাত্রী কে?
সংস্কার ও নির্বাচন একসাথেই চলতে পারে : মির্জা ফখরুল
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ
বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন
গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী
সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, টাকা উদ্ধার
ইউটিউবের নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
দেশে চারটি প্রদেশের কথা ভাবছে সংস্কার কমিশন
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জন নিহত  
হাত-মুখ বেঁধে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি
দেশের সীমান্ত নিরাপদ আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতের গঙ্গায় ডুবল বাংলাদেশি জাহাজ
‘আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের’
আজ থেকেই গাজায় যুদ্ধবিরতি
সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
সাইফের হামলাকারী বাংলাদেশী: দাবি মুম্বাই পুলিশের  
আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না: সিইসি  
যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর