শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ | ২০ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রকিবুলের মৃত্যু

নিহত রকিবুল সরদার। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তর বাড্ডায় পুলিশের গুলিতে গুরুতর আহত রকিবুল সরদার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রকিবুল সরদার মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার দক্ষিণ কামাইপুর গ্রামের কালু সরদারের মেজো ছেলে। তার মৃত্যুতে শোকাভিভূত পরিবার।

নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, রকিবুলের পরিবারে স্ত্রী, ২ মেয়ে, বাবা, ৩ ভাই ও ১ বোন রয়েছে। ভাই-বোনের মধ্যে রকিবুল সরদার মেজো। রকিবুল ঢাকার উত্তর বাড্ডায় ফার্নিচারের দোকানে কাজ করতেন। তার রোজগারের টাকায় সংসার চলতো।

গত ২০ জুলাই বিকালে উত্তর বাড্ডা এলাকায় ছাত্র-জনতার একটি মিছিল বের হলে আওয়ামী লীগের সঙ্গে তখন ছাত্র-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ মিছিল দেখতে বাসা থেকে রকিবুল রাস্তায় বের হন। রকিবুল এ সময় দুই পক্ষের মিছিলের মাঝখানে পড়ে যান। তখন আন্দোলনের মধ্যে থেকে পুলিশের একটি ছোড়া গুলি এসে রকিবুলের পেটের সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে যায়। এতে করে রকিবুল গুরুতর অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়ে। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী শাবনুর বেগম বলেন, আমার স্বামীর ওপর নির্ভরশীল ছিল আমাদের সংসার। এখন আমাদের সংসার কে চালাবে। আমাদের সব শেষ হয়ে গেল। একটি গুলিতে সব স্বপ্ন আজ মিথ্যা হয়ে গেল। এখন আমরা কিভাবে বাঁচবো।

এ বিষয়ে আলীনগর ইউপির সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন জানান, রকিবুল মারা গেল, তার পরিবারের এখন কি হবে। আসলে বিষয়টি দুঃখজনক। সরকারের উচিত তার পরিবারের পাশে দাঁড়ানো।

Header Ad
Header Ad

ইউরোপের ৮ দেশের ভিসা দিচ্ছে ঢাকার সুইডিশ দূতাবাস  

ছবিঃ সংগৃহীত

ইউরোপের ভিসাপ্রত্যাশীদের জন্য রয়েছে সুখবর। এখন থেকে ঢাকার সুইডেশ দূতাবাস থেকেই মিলবে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও সুইডেনের ভিসা। ১জানুয়ারি ২০২৫ থেকে ইউরোপের শেনজেন ভুক্ত দেশগুলোর ভিসা আবেদনের প্রক্রিয়া শুরু করেছে ঢাকার সুইডেন এম্বাসি। তার আগে গত ৮ ডিসেম্বর এক বার্তায় ঢাকার সুইডিশ দূতাবাস এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়েছিলো, আগামী ১৭ ডিসেম্বর থেকে সব আবেদনকারীকে অবশ্যই ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে শেনজেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ‘ওয়াক-ইন’ আবেদন আর গ্রহণ করা হবে না।

অ্যাপয়েন্টমেন্ট স্লটটি আবেদনকারীর ব্যক্তিগত। তাই স্লটটি আবেদনকারীকেই বুক করতে হবে।


অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় ভিএফএস গ্লোবাল একটি পরিষেবা ফি ধার্য করবে। আবেদনকারী যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য উপস্থিত না হন বা নির্ধারিত সময়ের সস্নটের ২৪ ঘণ্টা আগে এটি বাতিল করেন তবে ফি ফেরত দেওয়া হবে না বলে ওই বার্তায় বলা হয়েছে।

ভ্রমণের মূল উদ্দেশ্য যদি বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেন ভ্রমণ করা হয় তাহলে অনুগ্রহ করে শুধু ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বলা হয়েছে।

অনুসন্ধানের জন্য অনুগ্রহ করে ভিএফএস হেল্প ডেস্কে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। সর্বজনীন ছুটি ছাড়া রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (+৮৮) ০৯৬০৬৭৭৭৩৩৩ বা (+৮৮) ০৯৬৬৬৯১১৩৮২ নম্বরে ভিএফএস হেল্প ডেস্কে যোগাযোগ করা যাবে। এ ছাড়াও https://vfsforms.mioot.com/forms/CFNC/-এ যোগাযোগ ফর্মের মাধ্যমে ভিএফএস গ্লোবালের সঙ্গে যোগাযোগ করা যাবে।

 

Header Ad
Header Ad

সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাখ্যানের ঘোষণা শিক্ষার্থীদের  

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৪-২৫ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি- অধিভুক্ত থাকা অবস্থায় আর কোনো ভর্তি পরীক্ষা হবে না।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজ শহিদ মিনারের সামনে ৫ দফা দাবি তুলে ধরে প্রতিবাদ কর্মসূচি পালন করে “সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তর” টিম। এতে সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

এরপর সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, “সাত কলেজের শিক্ষার্থীদের একটি টাকাও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সিন্ডিকেটের চোরদের কাছে যেতে দেবো না। ঢাবি প্রশাসন ষড়যন্ত্রমূলকভাবে গত বছরের সব নিয়ম-কানুন ভেঙে ২০২৪-২৫ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি তৈরি করেছে। এই ভর্তি বিজ্ঞপ্তি আমরা প্রত্যাখান করছি। কারণ এই প্রশাসন ভর্তির মাধ্যমে শুধু টাকা ইনকাম করা ছাড়া গত সাত বছরে আমাদের কোনও ভালো শিক্ষাজীবন উপহার দেয়নি। তাই ঢাবি অধিভুক্ত অবস্থায় আর কোনও সেশনের ভর্তি শিক্ষার্থীরা মেনে নেবে না।”

তাদের ৫ দাবি হলো-

১. সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় আর কোনও ভর্তি পরীক্ষা হবে না।

২. সাত কলেজ নিয়ে রাষ্ট্র যে স্বতন্ত্র স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তর বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, উক্ত কমিটি ও সাত কলেজের প্রিন্সিপালসহ শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে নতুন সেশনের (২০২৪-২৫) ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩. বিশ্ববিদ্যালয়ের জন্য যে কমিটি গঠন করা হয়েছে তার মাধ্যমে নতুন সেশনে, নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে ভর্তি করা এবং বর্তমান কাঠামো সচল রাখতে ঢাবি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। যাতে শিক্ষার্থীদের সেশনজটের ভোগান্তি না হয়।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষক কখনও আমাদের ক্লাস নেয়নি। তারপরও কীভাবে আমাদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে তা বোধগম্য নয়। বিগত সময়ে সাত কলেজের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার এবং বিরূপ মন্তব্য করে। আমাদের উত্তরপত্র যেন সাত কলেজের শিক্ষকদের মাধ্যমেই মূল্যায়ন করা হয়, তার জোর দাবি জানাচ্ছি।

৫. মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি ২০২৪-২৫ সেশনে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা অর্ধেক বা আরও কমিয়ে আনার লক্ষ্যে কলেজগুলোর অধ্যক্ষদের মতামত নেবে। বিভাগভিত্তিক অবকাঠামো বিবেচনা করে নতুন সেশনের শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

Header Ad
Header Ad

পূর্ব শত্রুতা জেরে ৩০০ মাল্টা গাছ কেটে বিনষ্ট, হাউ মাউ করে কাঁদছেন চাষী

ছবিঃ ঢাকাপ্রকাশ

নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে একটি বাগানের তিনশ’ ফলন্ত মাল্টা গাছ কেটে বিনষ্ট করা হয়েছে। ফলে মাথায় হাত পড়েছে হতাশ চাষী কাওসার আহমেদের। বাগানের কাটা গাছের কান্ড হাতে নিয়ে হাউ মাউ করে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। তার বিধবা মা বাগানে এসে আহাজারী করেন।

শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার খাজুর ইউনিয়নের বনগ্রাম দক্ষিণ-পশ্চিম পাড়া এলাকায় এঘটনা ঘটে।

ওইগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কাওসার আহমেদ জানান, তিনি তার নিজের এবং তার চাচা মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল মোত্তালেব হোসেনের কাছ থেকে চার বছর আগে প্রায় এক বিঘা জমি দুই লক্ষ ২০ হাজার টাকায় ১৫ বছরের জন্য কন্টাক্ট নেন। প্রতিবছর ২০ হাজার টাকা করে তিনি কেটে নেন। ওই জমিতে তিনি প্রায় তিনশ’ মাল্টা গাছের চারা লাগান। চারাগুলো বড় হয়ে ফল ধরা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, গতবছর এখান থেকে তিনি দেড় লক্ষ টাকার মাল্টা বিক্রি করেন। মাল্টা বিক্রি করে এত লাভ দেখে তার চাচা আব্দুল মোত্তালেব হোসেন এখনই জমিটি খুুলে নিতে চান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার সকালে তার চাচা ও তার লোকেরা বাগানের সব মাল্টা গাছ গোড়া থেকে কেটে বিনষ্ট করে।

মাল্টা গাছের ভিতর লাগানো ছিল বস্তায় চাষ করা আদার অসংখ্য গাছ। সেগুলোও তারা কেটে বিনষ্ট করে। মাল্টা গাছগুলো থেকে আরো কয়েক বছর ফল পাওয়া যেতো। এতে তার কমপক্ষে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

জানতে চাইলে মোবাইলফোনে আব্দুল মোত্তালেব হোসেন গাছগুলো কাটার কথা স্বীকার করে জানান, চুক্তি অনুযায়ী কাওসার টাকা না দেওয়ায় গাছগুলো কাটা হয়েছে। এখন ওই জমি তিনি দখলে নিবেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইউরোপের ৮ দেশের ভিসা দিচ্ছে ঢাকার সুইডিশ দূতাবাস  
সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাখ্যানের ঘোষণা শিক্ষার্থীদের  
পূর্ব শত্রুতা জেরে ৩০০ মাল্টা গাছ কেটে বিনষ্ট, হাউ মাউ করে কাঁদছেন চাষী
  অবশেষে বিয়ের গুঞ্জনে সীলমোহর দিলেন তাহসান
ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংককে শেষ করে দিয়েছে: শফিকুর রহমান
টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের সভাপতির উপর আ’লীগ সমর্থকদের হামলার অভিযোগ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
বিজয় একাত্তর হলের ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
নওগাঁয় সাড়ে ৯ কেজি গাঁজা ও ৫০ পিস ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুতা নিক্ষেপ’ কর্মসূচি ঢাবি শিক্ষার্থীদের
ধূমপানে শুধু ফুসফুস নয় কমে যায় বুদ্ধিও: গবেষণা  
উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করা হবে: ঢাবি ভিসি
গণভবন ছেড়ে হাসিনার পালানোর ঘটনা পাঠ্যবইয়ে
৭ বিয়ে নিয়ে কটাক্ষ, মামলার প্রস্তুতি নিচ্ছেন সোহেল তাজ!
চাকরি ফেরত চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিলেন দুদকের সেই শরীফ
ফরিদপুরে সাংবাদিকের বাবা-মাসহ ৩ জনকে কুপিয়ে জখম
‘জাতীয় দলে আর খেলছি না’, আফ্রিদিকে বললেন তামিম ইকবাল  
তারেক রহমানের মামলা বাতিলের রায় সঠিক নয়: রাষ্ট্রপক্ষ
আইসিইউতে অভিনেতা মুশফিক ফারহান
চীন ছাড়াও যেসব দেশে ছড়িয়ে পড়েছে মহামারি এইচএমপিভি