বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | ৫ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

টাঙ্গাইলে বকেয়া বিল চাওয়ায় পল্লী বিদ্যুৎকর্মীকে আটকে রেখে মারধর

মারধরের শিকার বিদ্যুৎকর্মী শাহীন আলম। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে পল্লী বিদ্যুতের বকেয়া বিল আদায় করতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন সাব-জোনাল অফিসের শাহীন আলম নামে এক বিদ্যুৎকর্মী। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ জুলাই) সকালে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর টাঙ্গাইলের ৬নং এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সন্তোষ কুমার দত্ত এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রবিবার ৩০ জুন বিকালে উপজেলার কুঠিবয়ড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শাহীন আলম ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভূঞাপুর সাব জোনাল অফিসের লাইনম্যান (লেভেল-১) হিসেবে কর্মরত।

পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মনমোহন চন্দ্র সরকার বাদী হয়ে ঘটনার দিন রাতে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শাহীনের সহকর্মী কায়সার জানান, কুঠিবয়ড়া বাজারে সেলিম মিয়ার দোকানে ৬ মাসের বিদ্যুৎ বিল বকেয়া ছিল। সেখানে গিয়ে প্রথমে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে বলা হয়। কিন্তু তারা কিছুতেই দিতে চায়নি। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়ায় সেলিম ও তার ছেলে হৃদয় আমাদের উপর হামলা করে।

এতে আমার সহকর্মী শাহীন আলম গুরুতর আহত হয়। এছাড়াও মারধরের পর বাজারেই আটকিয়ে রাখা হয়। পরে পুলিশের সহায়তায় মুক্তি পেয়ে হাসপাতালে যাওয়া হয়। হাসপাতালে শাহীনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভূঞাপুর সাব-জোনাল অফিসের সহকারী কৌশলী মাহবুবুর রহমান খান জানান, সেলিম মিয়ার দোকানে ৫ হাজার ৩০০ টাকার মতো বিদ্যুৎ বিল বকেয়া ছিল। গতকাল বিদ্যুতের বকেয়া আদায় করতে গেলে কর্মীদের উপর হামলা করা হয়। এরপর থানায় খবর দিলে ভূঞাপুর থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় ঘটনার দিন রাতেই দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, পল্লী বিদ্যুতের লোকজন বকেয়া আদায় করতে গিয়েছিল। এসময় বকেয়া পরিশোধ না করায় তারা বিদ্যুৎ সংযোগ করতে গেলে তর্কাতর্কি একপর্যায়ে লাইনম্যানদের উপর হামলা করে। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ বলেন, পল্লী বিদ্যুতের ২ কর্মীকে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad

মানসিক রোগের চিকিৎসা নিচ্ছেন আমির খান

আমির খান। ছবি: সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খান। শুধু অভিনেতা বললে ভুল হবে, তিনি একজন প্রযোজক তথা পরিচালকও। ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার খবরে শিরোনামে দেখা গেছে এই নায়ককে।

জানা গেছে, এক মানসিক সমস্যার মধ্যে কাটাচ্ছেন আমির খান ও তার মেয়ে ইরা খান। ফলে দুজনকেই দৌড়াতে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে। সম্প্রতি এ প্রসঙ্গেই মুখ খুললেন আমির খান।

সম্প্রতি আমির খান জানিয়েছেন, তিনি তার মেয়ে ইরা খানকে নিয়ে একটি বিশেষ ধরনের থেরাপি নিচ্ছেন। এই থেরাপির মাধ্যমে নাকি বাবা মেয়ের সম্পর্ক আগে থেকে অনেক বেশি শক্তিশালী হবে বলে আশাবাদী অভিনেতা। মানসিক প্রশান্তি এবং দুজনের সম্পর্কের উন্নতির জন্যই মূলত এই থেরাপি নেওয়া।

বিগত এক বছর ধরে বাবা মেয়ে একসঙ্গে এই থেরাপি নিচ্ছেন। এবার ঠিক কতটা মজবুত হল তাদের সম্পর্ক, সে বিষয়েও কথা বলেন আমির।

 

ছবি: সংগৃহীত

সম্প্রতি নেটফিক্সের একটি পডকাস্টে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে আমির খান বলেন, ‘আমি আর আমার মেয়ে জয়েন্ট থেরাপি নিচ্ছি। আমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যার সমাধান করার জন্যই এই কাজ করছি আমি। আমি একটু অস্বস্তিতে ছিলাম ঠিকই, কিন্তু এখন বুঝতে পারছি এটা কতটা গুরুত্বপূর্ণ।’

আমির আরও বলেন, ‘আমরা দুজনেই বেশ কয়েক বছর ধরে থেরাপিস্ট-এর কাছে যাচ্ছি। এটি সত্যি কার্যকর প্রমাণিত হয়েছে আমাদের জীবনে। আমার মনে হয় সকলেরই থেরাপিস্ট-এর কাছে যাওয়া উচিত যদি জীবনে কোনও মানসিক চাপ বা সম্পর্কে কোনও সমস্যা থেকে থাকে। জীবন এবং সম্পর্কের মান দুটোই উন্নত হয়।’

এই থেরাপি নিয়ে আমির খানের মেয়ে ইরা বলেন, ‘আমাদের সম্পর্কে যে সমস্যা ছিল তা অনেকটাই কেটে গেছে এই থেরাপি নেওয়ার পর। এটি শুধু আমাদের সম্পর্কের উন্নতি ঘটাচ্ছে না, একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বোঝাপড়া বাড়ছে ধীরে ধীরে।’

উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। ২০০২ সালে সেই সম্পর্কের ইতি টানেন তারা। ইরা রিনা এবং আমিরের মেয়ে। ২০০৫ সালে ফের কিরণ রাওকে বিয়ে করেন আমির। কিরণ এবং আমিরের সন্তানের নাম জুনায়েদ। তবে দুর্ভাগ্যবশত ২০২১ সালে এই সম্পর্কেও ইতি টানেন আমির।

Header Ad

সচিবালয়ে প্রথমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু

সচিবালয়ে প্রথমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সচিবালয়ে অফিস করেছেন। বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় তিনি সচিবালয়ে প্রবেশ করেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় অনুষ্ঠিত হচ্ছে।

ড. ইউনূসের সচিবালয়ে আগমন উপলক্ষে প্রশাসনের কেন্দ্রস্থলকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শুধু সচিবালয় নয়, আশপাশের এলাকাতেও কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে।

প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের এই বৈঠকে অংশগ্রহণ উপলক্ষে সচিবালয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিন সচিবালয়ে শুধুমাত্র উপদেষ্টা, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। অন্যসব যানবাহন এবং দর্শনার্থীদের প্রবেশ একদিনের জন্য পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

প্রশাসনের গুরুত্বপূর্ণ এই বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Header Ad

রাশিয়ার বড় অগ্রগতি: ইউক্রেনকে কোণঠাসা করছে ক্রেমলিন

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের গুরুত্বপূর্ণ এক পর্যায়ে রাশিয়া তাদের সামরিক অভিযানে বড় সাফল্য অর্জন করছে। নতুন তথ্য অনুসারে, ২০২৪ সালে রাশিয়ার দখলে নেওয়া ভূখণ্ডের পরিমাণ ২০২৩ সালের চেয়ে ছয় গুণ বেশি। বিশেষত, দনবাস অঞ্চলে রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ান বাহিনী।

ইন্সটিটিউট ফর দি স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর রাশিয়া ২,৭০০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে। ২০২৩ সালে এ পরিমাণ ছিল মাত্র ৪৬৫ বর্গকিলোমিটার। সেপ্টেম্বরে শুরু হওয়া আক্রমণের পর খারকিভের কুপিয়ানস্ক এবং দোনেৎস্ক অঞ্চলের কুরাখভসহ গুরুত্বপূর্ণ হাব পকরভস্ক এলাকাগুলোতে রাশিয়ার অবস্থান সুসংহত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বর্তমান গতিতে রাশিয়ার অগ্রগতি অব্যাহত থাকলে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্ট ধসে পড়তে পারে। লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা গবেষক ড. মারিনা মিরনের মতে, এই পরিস্থিতি ইউক্রেনের জন্য কৌশলগত বিপর্যয় ডেকে আনতে পারে।

কুপিয়ানস্ক এবং ওসকিল নদীর পূর্ব অংশ ২০২২ সালে ইউক্রেন মুক্ত করলেও রাশিয়া পুনরায় তা দখল করে নিয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাশিয়ান বাহিনী কুপিয়ানস্ক শহরের উত্তর-পূর্বাঞ্চলে প্রবেশের চেষ্টা করছে। ভিডিও প্রমাণে দেখা গেছে, রাশিয়ান সেনারা শহরের একটি গুরুত্বপূর্ণ সেতুর চার কিলোমিটারের মধ্যে অবস্থান নিয়েছে।

আইএসডব্লিউ জানিয়েছে, বর্তমানে রাশিয়া ইউক্রেনের মোট ১,১০,৬৪৯ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে। তবে এই অগ্রগতির জন্য রাশিয়াকে ব্যাপক মূল্য দিতে হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার অন্তত ৭৮,৩২৯ সৈন্য নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বিস্ময়কর অনুপ্রবেশ এখন দুর্বল হয়ে পড়ছে। রাশিয়া ওই অঞ্চলে ৫০ হাজার সেনা মোতায়েন করে দ্রুত পাল্টা আক্রমণ চালাচ্ছে। অক্টোবরের শুরু থেকে রাশিয়া ৫৯৩ বর্গকিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার করেছে।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন এই যুদ্ধে লোকবল সংকটের মুখোমুখি হয়েছে। বিশেষ করে রাশিয়ার স্থায়ী অগ্রগতি এবং সামরিক শক্তি ইউক্রেনকে ক্রমেই চাপের মুখে ফেলছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়া কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই অগ্রগতি ইউক্রেনের ভবিষ্যৎ কৌশল এবং আন্তর্জাতিক সমর্থনের ওপর বড় প্রভাব ফেলতে পারে।

Header Ad

সর্বশেষ সংবাদ

মানসিক রোগের চিকিৎসা নিচ্ছেন আমির খান
সচিবালয়ে প্রথমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু
রাশিয়ার বড় অগ্রগতি: ইউক্রেনকে কোণঠাসা করছে ক্রেমলিন
ঢাকার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার
বিয়ের ২৯ বছর পড় সংসার ভাঙল এ আর রহমানের
জেরল্ড কুটসিয়াকে আইসিসির তিরস্কার
জাবি ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
মুক্তিযুদ্ধে জামায়াতের ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবো : ডা. শফিকুর রহমান
৭৪ দেশকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ
রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে এখনই নির্বাচন দেয়া হবে: ড. ইউনূস
মেসির রেকর্ডে আর্জেন্টিনার জয়, হতাশায় বছর শেষ ব্রাজিলের
সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে ইসি অনুসন্ধান কমিটির সাক্ষাৎ
বছরের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা: ভোরে জমজমাট লড়াই
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত: সাত দিনের মধ্যে কমিটি গঠনের আশ্বাস
যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা
দুই লাখ কর্মী নেবে জার্মানি: নতুন সুযোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য
সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব
প্রকাশ্যে এল নুসরাতের প্রাক্তনের প্রেম ও প্রেমিকা
নামের আগে উপাধি ব্যবহার না করার অনুরোধ তারেক রহমানের